শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার ঘোষণা দিয়ে লাপাত্তা নিয়োগ কমিটির সদস্যরা। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এই স্কুলের ৪টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। অধিকাংশ পরীক্ষার্থী উপস্থিত হলেও সন্ধ্যা পর্যন্ত দেখা মেলেনি নিয়োগ বোর্ডের কোনো সদস্যের।
পরীক্ষার্থীরা ফিরে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ‘অনিবার্য কারণ বশতঃ’ নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেন স্কুলের নিরাপত্তা কর্মী।
স্কুলটির চারটি পদে নিয়োগের জন্য পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল আজ শুক্রবার ২৮ জুন। কিন্তু এর আগেই প্রধান শিক্ষক পদে ১০ লাখ টাকার বিনিময়ে মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক পদে ১৬ লাখ টাকার বিনিময়ে মো. দিলফুজার রহমান, পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬ লাখ টাকার বিনিময়ে শফিনুর রহমান ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১৮ লাখ টাকার বিনিময়ে জাফর ইকবাল নিশাতকে নিয়োগের পরিকল্পনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
এতে বিব্রত হয়ে নিয়োগ বোর্ডের সদস্য সরকারি কর্মকর্তাগণ এবং জনরোষ এড়াতে স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য।
জান যায়, চারটি পদে নিয়োগের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এই কমিটির সভাপতি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস জামান মুকুল। বাকি ৪ জন সদস্যর হলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদী খুদা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ডিজির প্রতিনিধি বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ মামুন অর রশিদ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। কিন্তু তারা কেউই উপস্থিত হননি।
তাদের এই অনুপস্থিতির কারনে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের কয়েকজন জানান, তারিখ ও সময় নির্ধারণ করে নিয়োগ কমিটির সদস্যদের অনুপস্থিতি দুঃখজনক। পরীক্ষা স্থগিত কিনা তাও তাদেরকে জানানো হয়নি।
অবশেষে সন্ধ্যা ৬টার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ‘অনিবার্য কারণ বশতঃ’ নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেন স্কুলের নিরাপত্তা কর্মী মাহবুবর রহমান।
স্কুলের বাইরে এক স্থান থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদী খুদা তাকে এই নোটিশ হস্তান্তর করেন বলে জানান।
নিয়োগ পরীক্ষা স্থগিতের কারণ জানতে চেয়ে স্কুলের সভাপতি ফেরদৌস জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইলে অনেকবার কল করা হলেও রিসিভ করেননি। কারন জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের ২ জন অভিভাবক সদস্য বলেন, এই নিয়োগর জন্য অর্থ লেনদেনের খবর পত্রিকায় প্রকাশিত হওয়া কর্মকর্তারা বিব্রত হয়েছেন। তাই তারা কেউ আসেননি। সভাপতি ও প্রধান শিক্ষক জনরোষে পড়ায় আশংকায় পালিয়েছেন।
অনুপস্থিতির কারণ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি পেটের পীড়ায় আক্রান্ত। এজন্য নিয়োগে পরীক্ষায় উপস্থিত হয়নি।’
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলন, ‘হঠাৎ করেই সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে যাওয়ার জন্য আমি অনুপস্থিত ছিলাম।’
অনুপস্থিতির কারন হিসেবে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. মামুন অর রশিদ জানান, ‘যেহেতু অন্য সদস্যরা জাচ্ছেন না, আমিও যাওয়ার প্রয়োজন মনে করছি না।’
বগুড়ার শেরপুরে ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার ঘোষণা দিয়ে লাপাত্তা নিয়োগ কমিটির সদস্যরা। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এই স্কুলের ৪টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। অধিকাংশ পরীক্ষার্থী উপস্থিত হলেও সন্ধ্যা পর্যন্ত দেখা মেলেনি নিয়োগ বোর্ডের কোনো সদস্যের।
পরীক্ষার্থীরা ফিরে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ‘অনিবার্য কারণ বশতঃ’ নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেন স্কুলের নিরাপত্তা কর্মী।
স্কুলটির চারটি পদে নিয়োগের জন্য পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল আজ শুক্রবার ২৮ জুন। কিন্তু এর আগেই প্রধান শিক্ষক পদে ১০ লাখ টাকার বিনিময়ে মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক পদে ১৬ লাখ টাকার বিনিময়ে মো. দিলফুজার রহমান, পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬ লাখ টাকার বিনিময়ে শফিনুর রহমান ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১৮ লাখ টাকার বিনিময়ে জাফর ইকবাল নিশাতকে নিয়োগের পরিকল্পনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
এতে বিব্রত হয়ে নিয়োগ বোর্ডের সদস্য সরকারি কর্মকর্তাগণ এবং জনরোষ এড়াতে স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকলে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য।
জান যায়, চারটি পদে নিয়োগের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এই কমিটির সভাপতি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস জামান মুকুল। বাকি ৪ জন সদস্যর হলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদী খুদা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ডিজির প্রতিনিধি বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ মামুন অর রশিদ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। কিন্তু তারা কেউই উপস্থিত হননি।
তাদের এই অনুপস্থিতির কারনে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের কয়েকজন জানান, তারিখ ও সময় নির্ধারণ করে নিয়োগ কমিটির সদস্যদের অনুপস্থিতি দুঃখজনক। পরীক্ষা স্থগিত কিনা তাও তাদেরকে জানানো হয়নি।
অবশেষে সন্ধ্যা ৬টার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ‘অনিবার্য কারণ বশতঃ’ নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেন স্কুলের নিরাপত্তা কর্মী মাহবুবর রহমান।
স্কুলের বাইরে এক স্থান থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদী খুদা তাকে এই নোটিশ হস্তান্তর করেন বলে জানান।
নিয়োগ পরীক্ষা স্থগিতের কারণ জানতে চেয়ে স্কুলের সভাপতি ফেরদৌস জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইলে অনেকবার কল করা হলেও রিসিভ করেননি। কারন জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের ২ জন অভিভাবক সদস্য বলেন, এই নিয়োগর জন্য অর্থ লেনদেনের খবর পত্রিকায় প্রকাশিত হওয়া কর্মকর্তারা বিব্রত হয়েছেন। তাই তারা কেউ আসেননি। সভাপতি ও প্রধান শিক্ষক জনরোষে পড়ায় আশংকায় পালিয়েছেন।
অনুপস্থিতির কারণ হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি পেটের পীড়ায় আক্রান্ত। এজন্য নিয়োগে পরীক্ষায় উপস্থিত হয়নি।’
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলন, ‘হঠাৎ করেই সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে যাওয়ার জন্য আমি অনুপস্থিত ছিলাম।’
অনুপস্থিতির কারন হিসেবে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. মামুন অর রশিদ জানান, ‘যেহেতু অন্য সদস্যরা জাচ্ছেন না, আমিও যাওয়ার প্রয়োজন মনে করছি না।’
মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখককে ধর্ষণের ঘটনায় সম্পৃক্তা পেয়েছে পুলিশ। সেই সঙ্গে আসামি হিটু শেখের স্ত্রী, দুই পুত্রকে এই ঘটনায় সরাসরি সম্পৃক্তা না পেলেও তারা সহযোগী হিসাবে ঘটনায় দোষী বলে পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে। সেই সঙ্গে কয়েকটি ধারায় আসামিদের অভিযুক্ত করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা
৩ মিনিট আগেবরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে। এ ছাড়া ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরা
২৮ মিনিট আগেবন্ধের ৫২ দিন পর আজ রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (কুয়েট) প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাত ৮টার মধ্যে হল খুলে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে দাবি না মানায় সারা রাত প্রশাসনিক ভবনের সা
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। যদিও জেলা প্রশাসন বলছে, হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে।
১ ঘণ্টা আগে