Ajker Patrika

লালপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

লালপুর (নাটোর) প্রতিনিধি 
নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাতজন। ছবি: আজকের পত্রিকা
নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাতজন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে গতকাল সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে সাতজন গ্রেপ্তার হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বিএনপিকর্মী মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন। এতে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু, উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদ হোসেন সরল এবং লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ।

এদিকে সংঘর্ষের ঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আলতাফ হোসেন ঝুলফুর ছেলে মো. মেহেদী হাসান মুনসহ সাতজনকে আটক করে। আজ মঙ্গলবার তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রামকৃষ্ণপুর গ্রামের চিনিবটতলা ঈদগাহ এলাকায় ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিএনপিকর্মী সুজাত গুলিবিদ্ধসহ আহত হন পাঁচজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত