Ajker Patrika

সিরাজগঞ্জে থানা চত্বরে আগুন, পুড়ল বিভিন্ন গাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে থাকা গাড়িতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে থাকা গাড়িতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর থানা চত্বরে দীর্ঘদিন ধরে জব্দ করে রাখা প্রাইভেট কার, ট্রাক ও মাইক্রোবাস আগুন লেগে পুড়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেলে খবর আসে, সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।’

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে থাকা গাড়িতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে থাকা গাড়িতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

এ কর্মকর্তা বলেন, আগুনে ১টি ট্রাক, ২টি মাইক্রোবাস, ২টি প্রাইভেট কার (পরিত্যক্ত) পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা কেউ বলতে পারেনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, থানা চত্বরে দীর্ঘদিন ধরে জব্দ করে রাখা প্রাইভেট কার, ট্রাক ও মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগে। থানায় ডিউটিরত কনস্টেবল আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার পরিত্যক্ত অবস্থায় ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত