পাবনা প্রতিনিধি
শিক্ষক, শ্রেণিকক্ষ, লাইব্রেরি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিভাগের সংকটগুলো দ্রুত নিরসনের দাবি জানান। পরে প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে মানববন্ধন শেষ হয়।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি সংকট রয়েছে। কিন্তু প্রশাসন এসব সমস্যা নিরসনের আশ্বাস দিলেও পূরণ করেনি। বিভাগে বিভিন্ন সমস্যা থাকার কারণে ১৮ আগস্ট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মাসি বিভাগে অনার্সে শিক্ষার্থী ভর্তির নিষেধাজ্ঞা দিয়েছেন। যেটি বিভাগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। যার কারণে শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করতে নেমেছেন।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ আকন্দ বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাব সংকটের সমস্যাগুলো অনেক দিনের। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইতিমধ্যে আমাদের বিভাগে ভর্তি নিয়ে একটি আগাম বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক সংকট, পাঁচটি ল্যাবরেটরি স্থাপন, প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রাখা, সমৃদ্ধ লাইব্রেরি তৈরি করতে না পারলে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফার্মাসি বিভাগে ভর্তি হতে পারবেন না। এ নিয়ে আমরা এখন অস্তিত্ব সংকটে আছি।’
প্রথম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা বলেন, ‘আমাদের সাতটি ব্যাচের জন্য তিনজন শিক্ষক। একজন শিক্ষক প্রতি ব্যাচে দুটি করে কোর্স নিয়েও সব কোর্স সম্পন্ন করতে পারছেন না। আমাদের মাত্র একটা ক্লাসরুম আছে, এটা দিয়ে সাতটি ব্যাচের ক্লাস ঠিকভাবে চলছে না। আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
তবে শিক্ষার্থীদের মানববন্ধনে বিব্রত বিভাগের শিক্ষকেরা। সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা মাঠে নেমে আমাদের লজ্জায় ফেলেছে। অল্প কয়েকজন শিক্ষক নিয়ে আমরা দিন-রাত ওদের জন্য পরিশ্রম করে যাচ্ছি, যাতে তাদের কোনো সময় নষ্ট না হয়। এরপরও ওরা মাঠে নেমেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেওয়ার কথা বলেছে।’
বিভাগের চেয়ারম্যান শরিফুল হক বলেন, ‘যে সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীরা কথা বলেছেন—এটা শুধু আমাদের বিভাগের সমস্যা না, এটা একটা দেশীয় সমস্যা। এ সমস্যাগুলো সবগুলো বিশ্ববিদ্যালয়ে কমবেশি আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের সমস্যাগুলোর বিষয়ে জানিয়েছি। প্রশাসনে যারা আছেন, তাঁরা আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো দেখছেন। আমরা আশা করি, উনারা সমস্যাগুলোর দ্রুত সমাধান দেবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন বলেন, ‘প্রায় সবগুলো বিভাগে বিভিন্ন সংকট রয়েছে। কেবল আমাদের নয়, নতুন সব বিশ্ববিদ্যালয়ের একই সংকট। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে এসব সংকট কাটিয়ে ওঠার। ফার্মেসি কাউন্সিল আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগের সংকট নিরসনের যে শর্তগুলো দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে অবগত আছি।’
শিক্ষক, শ্রেণিকক্ষ, লাইব্রেরি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিভাগের সংকটগুলো দ্রুত নিরসনের দাবি জানান। পরে প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে মানববন্ধন শেষ হয়।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি সংকট রয়েছে। কিন্তু প্রশাসন এসব সমস্যা নিরসনের আশ্বাস দিলেও পূরণ করেনি। বিভাগে বিভিন্ন সমস্যা থাকার কারণে ১৮ আগস্ট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মাসি বিভাগে অনার্সে শিক্ষার্থী ভর্তির নিষেধাজ্ঞা দিয়েছেন। যেটি বিভাগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। যার কারণে শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করতে নেমেছেন।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ আকন্দ বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাব সংকটের সমস্যাগুলো অনেক দিনের। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইতিমধ্যে আমাদের বিভাগে ভর্তি নিয়ে একটি আগাম বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক সংকট, পাঁচটি ল্যাবরেটরি স্থাপন, প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রাখা, সমৃদ্ধ লাইব্রেরি তৈরি করতে না পারলে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফার্মাসি বিভাগে ভর্তি হতে পারবেন না। এ নিয়ে আমরা এখন অস্তিত্ব সংকটে আছি।’
প্রথম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা বলেন, ‘আমাদের সাতটি ব্যাচের জন্য তিনজন শিক্ষক। একজন শিক্ষক প্রতি ব্যাচে দুটি করে কোর্স নিয়েও সব কোর্স সম্পন্ন করতে পারছেন না। আমাদের মাত্র একটা ক্লাসরুম আছে, এটা দিয়ে সাতটি ব্যাচের ক্লাস ঠিকভাবে চলছে না। আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
তবে শিক্ষার্থীদের মানববন্ধনে বিব্রত বিভাগের শিক্ষকেরা। সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা মাঠে নেমে আমাদের লজ্জায় ফেলেছে। অল্প কয়েকজন শিক্ষক নিয়ে আমরা দিন-রাত ওদের জন্য পরিশ্রম করে যাচ্ছি, যাতে তাদের কোনো সময় নষ্ট না হয়। এরপরও ওরা মাঠে নেমেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেওয়ার কথা বলেছে।’
বিভাগের চেয়ারম্যান শরিফুল হক বলেন, ‘যে সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীরা কথা বলেছেন—এটা শুধু আমাদের বিভাগের সমস্যা না, এটা একটা দেশীয় সমস্যা। এ সমস্যাগুলো সবগুলো বিশ্ববিদ্যালয়ে কমবেশি আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের সমস্যাগুলোর বিষয়ে জানিয়েছি। প্রশাসনে যারা আছেন, তাঁরা আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো দেখছেন। আমরা আশা করি, উনারা সমস্যাগুলোর দ্রুত সমাধান দেবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন বলেন, ‘প্রায় সবগুলো বিভাগে বিভিন্ন সংকট রয়েছে। কেবল আমাদের নয়, নতুন সব বিশ্ববিদ্যালয়ের একই সংকট। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে এসব সংকট কাটিয়ে ওঠার। ফার্মেসি কাউন্সিল আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগের সংকট নিরসনের যে শর্তগুলো দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে অবগত আছি।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে