Ajker Patrika

নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন

 নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন। ছবি: আজকের পত্রিকা

উত্তরের জেলা নওগাঁয় আজকের তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় এই মৌসুমের সর্বনিম্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। হাড় কাঁপানো এই শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের মানুষ।

আজ রোববার সকালে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের কনকনে শীতে গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। তবে সকাল ৯টার পর দেখা মেলে মিষ্টি রোদের। তাতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।

সকাল পৌনে ৯টায় সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় কথা হয় ভ্যানচালক আনারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সারা রাত খুব ঠান্ডা করেছে আজ। অন্যদিনের তুলনায় আজ কুয়াশার পরিমাণ কম। সকাল সকাল রোদ উঠিছে। কিন্তু কনকনা বাতাসের কারণে খুব ঠান্ডা লাগে। ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে যাচ্ছে।’

মুক্তির মোড়ে রিকশাচালক জয়নাল উদ্দিন বলেন, ‘সকালে এত ঠান্ডা যে রাস্তায় যাত্রীই পাইনি। ঠান্ডার কারণে লোকজন কম বের হচ্ছে। এ জন্য সকালের দিকের আয়ও কমে গেছে। সকাল থেকে মাত্র তিনজন যাত্রী পেয়েছি।’

নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন। ছবি: আজকের পত্রিকা

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমজীবী জব্বার মণ্ডল বলেন, ‘বাতাস হচ্ছে। এই কারণে শরীরের ভেতরে শীত লাগে। সকাল আর সন্ধ্যায় শীতের কারণে কাজে গিয়ে বেশি কষ্ট করতে হচ্ছে। অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে ঘরে ঘরে জ্বর।’

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়া, বাসি ও ঠান্ডা খাবার না খাওয়ার পরামর্শ দেন তিনি।

নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন। ছবি: আজকের পত্রিকা
নওগাঁয় তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, নাকাল জনজীবন। ছবি: আজকের পত্রিকা

এদিকে জেলার কৃষকদের খেতের কাজে ব্যাঘাত ঘটছে। সদর উপজেলার রমজান আলী নামের এক কৃষক বলেন, ‘সকালবেলা এত ঠান্ডা লাগে যে মাঠে কাজ করা যায় না। দুপুরের দিকে কিছুক্ষণ কাজ করা সম্ভব হয়, তাও রোদ থাকলে।’

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল নিজে বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন। এতিমখানা, শিশুসদন, হরিজন ও বেদেপল্লি, হিজড়া সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তিনি। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শীতার্ত শিক্ষার্থীদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি শীত মৌসুমে সরকারের পক্ষ থেকে জেলায় ৭০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবছরই এ জেলার বাসিন্দারা শীতে কষ্ট পায়। এ জন্য বিভিন্ন এলাকায় শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত