ভেজাল দুধ তৈরি: প্রাণ কোম্পানির এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি
Thumbnail image

পাবনার ভাঙ্গুরায় ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণ কোম্পানির এক এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ার প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট (আপন এন্টারপ্রাইজ) মাসুদ রানাকে এই জরিমানা করা হয়।

ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এই আদালত পরিচালনা করেন। এ সময় সেখান থেকে দুধে মেশানোর জন্য রাখা দেড় বস্তা কস্টিক সোডা ও ১৯ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুরা থানার উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলার ভবানীপুর প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে মানবদেহের জন্য ক্ষতিকর কস্টিক সোডা, চিনি, লবণ ও সয়াবিন তেল ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে তা প্রাণ কোম্পানিতে সরবরাহ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত এজেন্ট মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত