Ajker Patrika

সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫: ৪৩
পাবনার সাঁথিয়ায় সড়কে গাছের গুড়ি ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
পাবনার সাঁথিয়ায় সড়কে গাছের গুড়ি ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সিঅ্যান্ডবি-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশাসহ কয়েকটি গাড়ি আটকা পড়ে। এ সময় সাত-আটজনের ডাকাত দল হাঁসুয়া, রাম দা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এ সময় গাড়িগুলোতে থাকা লোকজনকে মারধর করে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামি বক্তা ফেসবুকে দেওয়া এক ভিডিও বক্তব্যে বলেন, ‘কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতেরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার দুটি মোবাইল ফোন দিয়ে যায়।’

আব্দুস সালাম বলেন, ‘একটা হায়েসে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।’

ডাকাতির কবলে পড়া তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি সিঅ্যান্ডবি থেকে সিএনজি করে সাঁথিয়ায় আসার সময় দেখতে পাই ওই স্থানে গাছের গুঁড়ি ফেলায় ট্রাক আটকে আছে। কিছু সময়ের মধ্যেই ট্রাক, প্রাইভেট কার, হায়েস ও সিএনজি অটোরিকশাসহ কয়েকটি গাড়ি আটকা পড়ে। এ সময় ডাকাতের দল হায়েস থেকে ডাকাতি শুরু করে। আমার সিএনজি অটোরিকশা থেকে বাইরে যেতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে ডাকাতের দল পালিয়ে যায়। তারা আমাদের মোবাইল ফোনসেট অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় ডায়েরি করা হয়েছে।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত