বগুড়া প্রতিনিধি
বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা অধ্যক্ষকে উদ্ধার করেন। আজ রোববার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে। পরে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরুদ্ধ অধ্যক্ষ শাহাদত হোসেনকে উদ্ধার করেন।
এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষে অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ, অভিভাবক মিলে পরিস্থিতি সামাল দেন।
জানা গেছে, বিদ্যালয়ের সেশন ফি বাড়ানো, বেতন বাড়ানোসহ নানা অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এরপর দুপুর ১২টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বিষয়টি নিয়ে সমাধানে এগিয়ে এলেও তিনি পরে ফিরে যান। এদিকে বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অধ্যক্ষ শাহাদত হোসেন তাঁর কক্ষে অবরুদ্ধ হয়ে থাকেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. শাহাদত হোসেন আজকের পত্রিকাকে জানান, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিধি মোতাবেক বেতন ও সেশন ফি কমানো হবে। আর অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না।’
বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা অধ্যক্ষকে উদ্ধার করেন। আজ রোববার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে। পরে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরুদ্ধ অধ্যক্ষ শাহাদত হোসেনকে উদ্ধার করেন।
এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষে অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ, অভিভাবক মিলে পরিস্থিতি সামাল দেন।
জানা গেছে, বিদ্যালয়ের সেশন ফি বাড়ানো, বেতন বাড়ানোসহ নানা অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এরপর দুপুর ১২টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বিষয়টি নিয়ে সমাধানে এগিয়ে এলেও তিনি পরে ফিরে যান। এদিকে বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অধ্যক্ষ শাহাদত হোসেন তাঁর কক্ষে অবরুদ্ধ হয়ে থাকেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. শাহাদত হোসেন আজকের পত্রিকাকে জানান, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিধি মোতাবেক বেতন ও সেশন ফি কমানো হবে। আর অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না।’
মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখককে ধর্ষণের ঘটনায় সম্পৃক্তা পেয়েছে পুলিশ। সেই সঙ্গে আসামি হিটু শেখের স্ত্রী, দুই পুত্রকে এই ঘটনায় সরাসরি সম্পৃক্তা না পেলেও তারা সহযোগী হিসাবে ঘটনায় দোষী বলে পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে। সেই সঙ্গে কয়েকটি ধারায় আসামিদের অভিযুক্ত করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা
৩ মিনিট আগেবরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে। এ ছাড়া ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরা
২৮ মিনিট আগেবন্ধের ৫২ দিন পর আজ রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (কুয়েট) প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাত ৮টার মধ্যে হল খুলে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে দাবি না মানায় সারা রাত প্রশাসনিক ভবনের সা
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। যদিও জেলা প্রশাসন বলছে, হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে।
১ ঘণ্টা আগে