দিনাজপুরের আ.লীগ নেতা নীলফামারী থেকে গ্রেপ্তার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
Thumbnail image
গ্রেপ্তার শাহনেওয়াজ টেংকু। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ টেংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার পুলহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

খানসামা থানা পুলিশের সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ড, ভাঙচুর এবং অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, শাহনেওয়াজ টেংকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) তাঁকে আদালতে পাঠানো হবে।

শাহনেওয়াজ টেংকু ছাত্র আন্দোলন ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত