Ajker Patrika

বাবার দান করা জমিতে প্রতিষ্ঠিত গির্জা গুঁড়িয়ে দিলেন দুই ছেলে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৮: ৫২
দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো চার্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো চার্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো গির্জা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার এক ব্যক্তির দান করা জমিতে প্রতিষ্ঠিত চার্চ গুঁড়িয়ে দিয়েছেন তাঁরই দুই ছেলে। তাঁদের অভিযোগ, গির্জা তাঁর বাবার দেওয়া শর্তভঙ্গ করেছে।

গুঁড়িয়ে দেওয়া ইউনাইটেড বেথেনিক চার্চের সুপারভাইজার ইলিয়াস সরেন বলেন, খানপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খ্রিষ্টানদের উপাসনালয় তৈরির জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির ওপর ২০০৮ সালে দুই তলাবিশিষ্ট ইউনাইটেড বেথেনিক চার্চের ভবন নির্মাণ করা হয়।

পরে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তাঁর ছেলেরা সেই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার মুচিয়া মার্ডির দুই ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চ গুঁড়িয়ে দিয়েছেন।

জানতে চাইলে বিল্ডিং ভাঙার কথা স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকরি দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তাঁরা চার্চের বিল্ডিং ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গুঁড়িয়ে দেওয়া চার্চের সুপারভাইজার গতকাল দুপুরে থানায় এসে এজাহার দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত