রংপুর প্রতিনিধি
চলছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। কিন্তু সকাল থেকেই রংপুরের আকাশ মেঘলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম হলেও উপচে পড়া ভিড় দেখা গেছে কেন্দ্রের বাইরে।
জেলার পীরগাছা উপজেলার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৭২ জন। এই ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে পাঁচ ভাগ। তবে লাইনে কোনো ভোটার নেই।
কথা হয় দশগাঁও গ্রামের গৃহবধূ নাজমিন নাহারের সঙ্গে। তিনি বলেন, ‘আগের মতোন ভোটের আমেজ নাই। গ্রামের মহিলারা দল বান্ধি ভোট দিবার আসছিনো, লাইনোত জায়গায় আছল না। এ্যালা একলাই আসি ভোট দিনু। মুই ছাড়া এটে আর কাকও দেখছু না।’
পীরগাছার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং মঈনুল হোসেন চৌধুরী বলেন, একে তো সকাল, তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত পাঁচ ভাগ ভোট পড়েছে। আবহাওয়া ভালো হলে দুপুরের পর থেকে ভোটার উপস্থিত বাড়বে।
পাশের মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও অলস সময় পার করছেন পুলিশ সদস্যরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতরে বসে আছেন।
সেখানে ২০ মিনিট অপেক্ষার পর দেখা মেলে ভোটার রেজাউল করিমের। তিনি বলেন, ‘মানুষের এ়্যালা ভোটোত কোনো আগ্রহ নাই। গ্রামের মানুষ ভোট নিয়া ভাবে না। ভোট দিবার কথা কইলে কয়, তোমরায় দিয়্যা আইসো। সউগবারে ভোট দিছু, সে জন্য এবারও ভোট দিবার আসনু।’
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৪৩ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে চার ভাগ। সকাল থেকেই এখানে ভোটার উপস্থিত কম।
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে কথা হয় দশগাঁও গ্রামের বছির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সউগ লোক ভোটকেন্দ্রের বাইরোত জট নাগাইছে। কিন্তু ভোটকেন্দ্রের লাইনোত কোনো লোক নাই, ফাঁকা মাঠোত ভোট দিয়া আসনু, দুই মিনিটও সময় নাগিল না।’
তালুক ইসাদ ফকিরটারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কায়সার আলী বলেন, সকাল ১০টা পর্যন্ত সেখানে ১০ ভাগ ভোট পড়েছে। ধীরে ধীরে ভোটার উপস্থিত বাড়ছে।
পীরগাছার ৯টি ইউনিয়নের ১১৩টি কেন্দ্রে ৭৬০টি বুথে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছেন।
চলছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। কিন্তু সকাল থেকেই রংপুরের আকাশ মেঘলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম হলেও উপচে পড়া ভিড় দেখা গেছে কেন্দ্রের বাইরে।
জেলার পীরগাছা উপজেলার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৭২ জন। এই ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে পাঁচ ভাগ। তবে লাইনে কোনো ভোটার নেই।
কথা হয় দশগাঁও গ্রামের গৃহবধূ নাজমিন নাহারের সঙ্গে। তিনি বলেন, ‘আগের মতোন ভোটের আমেজ নাই। গ্রামের মহিলারা দল বান্ধি ভোট দিবার আসছিনো, লাইনোত জায়গায় আছল না। এ্যালা একলাই আসি ভোট দিনু। মুই ছাড়া এটে আর কাকও দেখছু না।’
পীরগাছার দশগাঁও নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং মঈনুল হোসেন চৌধুরী বলেন, একে তো সকাল, তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত পাঁচ ভাগ ভোট পড়েছে। আবহাওয়া ভালো হলে দুপুরের পর থেকে ভোটার উপস্থিত বাড়বে।
পাশের মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও অলস সময় পার করছেন পুলিশ সদস্যরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে বাঁচতে কেউ কেউ ভোটকেন্দ্রের ভেতরে বসে আছেন।
সেখানে ২০ মিনিট অপেক্ষার পর দেখা মেলে ভোটার রেজাউল করিমের। তিনি বলেন, ‘মানুষের এ়্যালা ভোটোত কোনো আগ্রহ নাই। গ্রামের মানুষ ভোট নিয়া ভাবে না। ভোট দিবার কথা কইলে কয়, তোমরায় দিয়্যা আইসো। সউগবারে ভোট দিছু, সে জন্য এবারও ভোট দিবার আসনু।’
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৪৩ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে চার ভাগ। সকাল থেকেই এখানে ভোটার উপস্থিত কম।
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে কথা হয় দশগাঁও গ্রামের বছির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘সউগ লোক ভোটকেন্দ্রের বাইরোত জট নাগাইছে। কিন্তু ভোটকেন্দ্রের লাইনোত কোনো লোক নাই, ফাঁকা মাঠোত ভোট দিয়া আসনু, দুই মিনিটও সময় নাগিল না।’
তালুক ইসাদ ফকিরটারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কায়সার আলী বলেন, সকাল ১০টা পর্যন্ত সেখানে ১০ ভাগ ভোট পড়েছে। ধীরে ধীরে ভোটার উপস্থিত বাড়ছে।
পীরগাছার ৯টি ইউনিয়নের ১১৩টি কেন্দ্রে ৭৬০টি বুথে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ভোটার রয়েছেন।
সমকামিতা ও দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসন পরিচালিত কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ‘স্থায়ীভাবে বহিষ্কৃত’ অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলনকে পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষের ‘ভাড়াটিয়া বাহিনী’ বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে
১২ মিনিট আগে‘দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মৃৎ মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
২৯ মিনিট আগেআজ রোববার দুপুরে ছোট সাজ্জাদকে চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বাকলিয়া থানা-পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ইব্রাহীম খলিল তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত চান্দগাঁও থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচটি ও বায়েজিদ বোস্তামী থানার
১ ঘণ্টা আগেদরিদ্রদের নামে ত্রাণের কম্বল কেনার নাম করে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ ২২ জনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১১ জনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে