রংপুর প্রতিনিধি
জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ শুক্রবার নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সমাবেশে মোস্তাফিজার রহমান এ মন্তব্য করেন। এ সময় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা না হলে রংপুরের সব প্রশাসনিক দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।
মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ৯ বছর দেশ শাসনের ইতিহাস। আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মোস্তাফিজার বলেন, ‘প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশি দিন টিকতে পারবেন না।’
জাপার এই নেতা আরও বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যাঁরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাঁরা সাবধান হয়ে যান। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যেকোনো মূল্যে তাঁরা রংপুরে এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতা-কর্মীরা সব ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সম্প্রতি রংপুরে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘জাতীয় পার্টি পিপীলিকা না, বাজপাখি। যাকে ধরে তাকে ছাড়ে না।’
ভিপি নুরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা দল উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘যাঁর নিজস্ব কোনো শক্তি নেই, তাঁর ওই দলকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন, যদি বুকে সাহস থাকে রংপুরে আসেন। এখান থেকে কেউই ফেরত যেতে পারবেন না।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ।
জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ শুক্রবার নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের যৌথ কর্মী সমাবেশে মোস্তাফিজার রহমান এ মন্তব্য করেন। এ সময় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা না হলে রংপুরের সব প্রশাসনিক দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।
মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ৯ বছর দেশ শাসনের ইতিহাস। আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মোস্তাফিজার বলেন, ‘প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশি দিন টিকতে পারবেন না।’
জাপার এই নেতা আরও বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যাঁরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাঁরা সাবধান হয়ে যান। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যেকোনো মূল্যে তাঁরা রংপুরে এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতা-কর্মীরা সব ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সম্প্রতি রংপুরে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘জাতীয় পার্টি পিপীলিকা না, বাজপাখি। যাকে ধরে তাকে ছাড়ে না।’
ভিপি নুরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা দল উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘যাঁর নিজস্ব কোনো শক্তি নেই, তাঁর ওই দলকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন, যদি বুকে সাহস থাকে রংপুরে আসেন। এখান থেকে কেউই ফেরত যেতে পারবেন না।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ।
রোজা শুরু হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে। হাতে সময় আছে প্রায় চার মাস। অথচ এখনই বাড়তে শুরু করেছে ছোলার দাম। ইফতারির অতি প্রয়োজনীয় এ পণ্যের বর্তমান পরিস্থিতি দেখে ভোক্তাদের মধ্যে জেঁকে বসেছে ‘রোজার টেনশন’।
৩৩ মিনিট আগেলক্ষ্মীপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম হিরালাল দেবনাথ (৫৫)। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে
১ ঘণ্টা আগেঢাকা থেকে যাওয়া সত্তরোর্ধ্ব দৌড়বিদ আব্দুল জব্বার অংশ নিয়েছিলেন রায়পুরা ম্যারাথনে। বিজয়ী হতে না পারলেও উৎফুল্ল তিনি। মুখে হাসি নিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত ম্যারাথনে অংশগ্রহণ করি। স্বাস্থ্য, মন ভালো রাখতে বৃদ্ধ বয়সেও এ চেষ্টা।’ তরুণ প্রজন্মের প্রতি পরামর্শ দিয়ে জব্বার বলেন
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেসব গান, স্লোগান বা অন্যান্য কার্যক্রম অভ্যুত্থানকে বেগবান করেছে—সেসব নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ‘আওয়াজ উডা’ অনুষ্ঠান হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এই আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে