Ajker Patrika

নবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ৪

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামে এই সংঘর্ষ হয়।

এতে তিনজন তিরবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদা গ্রামের নজমাল হকের ছেলে মো. তাহেরুল ইসলাম (৫০), মো. মনজুরুল ইসলাম (৩০) ও মো. মোনারুল ইসলাম (২৭) এবং একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. ফারুক হোসেন (৪০)। তাঁদের মধ্যে তাহেরুল ইসলাম ছাড়া বাকি তিনজন তিরবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মন্জুরুল ইসলাম দুই ভাইকে নিয়ে আলু চাষের জন্য বিবদমান জমিতে নিড়ানি দিতে গেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাঁদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁরা তিরবিদ্ধ হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রবিউল ইসলাম বলেন, তিরবিদ্ধ তিনজন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘সংঘর্ষে তিনজন তিরবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে আদিবাসীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত