Ajker Patrika

রংপুরে আ.লীগের ৫ নেতা কারাগারে

রংপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার নগরী বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহানগর ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান জনি (৩৫), মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজু (৪৭), মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিরাজ আশরাফুল আলম (৫৫), মহানগর আওয়ামী লীগের সদস্য সাদরুল হাসান রাজু (৫৫) ও মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক মো. সোহাগ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে ১৪টি বিশেষ অভিযান চালানো হয়। এ ছাড়া একটি যৌথ টহল ও ২৬টি পুলিশি টহল ছিল। অভিযান বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশের মতো রংপুরেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের প্রত্যেকের নামে নগরীর কোতোয়ালি থানায় মামলা রয়েছে।

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা প্রত্যেকে এজাহারভুক্ত আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত