Ajker Patrika

মন্ত্রী আসবেন, তাই রুগ্‌ণ হাসপাতালের ‘মেকআপ’!

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২: ১৫
মন্ত্রী আসবেন, তাই রুগ্‌ণ হাসপাতালের ‘মেকআপ’!

‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামোছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার  রহিমানপুর  গ্রামের  বাসিন্দা  আনোয়ার হোসেনের।  শুক্রবার  বিকেল  থেকে হঠাৎ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধোয়ামোছা আর রং করা দেখে এখানে ভর্তি এক রোগীর স্বজন সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন। 

সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, হাসপাতাল নিয়ে তাঁর শ্লেষমাখা রসিকতাই এর প্রমাণ। আনোয়ার হোসেনের উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ‘মেকআপ’ বা প্রসাধন। রসিক ছাড়া  রুগ্‌ণ হাসপাতালে  স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?

আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তারপর তিনি যাবেন পঞ্চগড়ে। 

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন আঞ্জুমান আরা লাকীর স্বামী । লাকী বলেন, ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এ রকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবে।’ 

শিশু ওয়ার্ডে ভর্তি আছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতি । মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা ও বোটকা গন্ধ । হাসপাতালে ঢোকামাত্রই বমি আসে।’

হাসপাতাল তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, তার ওপর জনবলের সংকট । নানা প্রতিকূলতা মোকাবিলা করে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত