ঠাকুরগাঁও প্রতিনিধি
‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামোছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের। শুক্রবার বিকেল থেকে হঠাৎ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধোয়ামোছা আর রং করা দেখে এখানে ভর্তি এক রোগীর স্বজন সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, হাসপাতাল নিয়ে তাঁর শ্লেষমাখা রসিকতাই এর প্রমাণ। আনোয়ার হোসেনের উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ‘মেকআপ’ বা প্রসাধন। রসিক ছাড়া রুগ্ণ হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তারপর তিনি যাবেন পঞ্চগড়ে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন আঞ্জুমান আরা লাকীর স্বামী । লাকী বলেন, ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এ রকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবে।’
শিশু ওয়ার্ডে ভর্তি আছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতি । মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা ও বোটকা গন্ধ । হাসপাতালে ঢোকামাত্রই বমি আসে।’
হাসপাতাল তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, তার ওপর জনবলের সংকট । নানা প্রতিকূলতা মোকাবিলা করে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামোছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের। শুক্রবার বিকেল থেকে হঠাৎ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধোয়ামোছা আর রং করা দেখে এখানে ভর্তি এক রোগীর স্বজন সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, হাসপাতাল নিয়ে তাঁর শ্লেষমাখা রসিকতাই এর প্রমাণ। আনোয়ার হোসেনের উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ‘মেকআপ’ বা প্রসাধন। রসিক ছাড়া রুগ্ণ হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তারপর তিনি যাবেন পঞ্চগড়ে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন আঞ্জুমান আরা লাকীর স্বামী । লাকী বলেন, ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এ রকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবে।’
শিশু ওয়ার্ডে ভর্তি আছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতি । মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা ও বোটকা গন্ধ । হাসপাতালে ঢোকামাত্রই বমি আসে।’
হাসপাতাল তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, তার ওপর জনবলের সংকট । নানা প্রতিকূলতা মোকাবিলা করে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।
৫ মিনিট আগেকর্ণফুলী চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি নলকূপ (টিউবওয়েল) থেকে পানি নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। জানা গেছে,
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে। আজ রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়ার উদ্বোধন করেন।
১৭ মিনিট আগে