ঠাকুরগাঁও প্রতিনিধি
‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামোছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের। শুক্রবার বিকেল থেকে হঠাৎ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধোয়ামোছা আর রং করা দেখে এখানে ভর্তি এক রোগীর স্বজন সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, হাসপাতাল নিয়ে তাঁর শ্লেষমাখা রসিকতাই এর প্রমাণ। আনোয়ার হোসেনের উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ‘মেকআপ’ বা প্রসাধন। রসিক ছাড়া রুগ্ণ হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তারপর তিনি যাবেন পঞ্চগড়ে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন আঞ্জুমান আরা লাকীর স্বামী । লাকী বলেন, ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এ রকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবে।’
শিশু ওয়ার্ডে ভর্তি আছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতি । মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা ও বোটকা গন্ধ । হাসপাতালে ঢোকামাত্রই বমি আসে।’
হাসপাতাল তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, তার ওপর জনবলের সংকট । নানা প্রতিকূলতা মোকাবিলা করে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামোছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের। শুক্রবার বিকেল থেকে হঠাৎ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধোয়ামোছা আর রং করা দেখে এখানে ভর্তি এক রোগীর স্বজন সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, হাসপাতাল নিয়ে তাঁর শ্লেষমাখা রসিকতাই এর প্রমাণ। আনোয়ার হোসেনের উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ‘মেকআপ’ বা প্রসাধন। রসিক ছাড়া রুগ্ণ হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তারপর তিনি যাবেন পঞ্চগড়ে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন আঞ্জুমান আরা লাকীর স্বামী । লাকী বলেন, ‘যেভাবে হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এ রকম পরিষ্কার প্রতিদিন করা হলেই অনেক রোগী এমনিতেই সুস্থ হয়ে উঠবে।’
শিশু ওয়ার্ডে ভর্তি আছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতি । মনি বলেন, ‘হাসপাতালের চারদিক পচা ও বোটকা গন্ধ । হাসপাতালে ঢোকামাত্রই বমি আসে।’
হাসপাতাল তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত রোগী, তার ওপর জনবলের সংকট । নানা প্রতিকূলতা মোকাবিলা করে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৮ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২৪ মিনিট আগে