ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জাকারিয়া জাকির পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের ডারারপাড় এলাকার লুৎফর রহমানের ছেলে এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, গত বুধবার রাতে জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জাকারিয়া জাকির পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের ডারারপাড় এলাকার লুৎফর রহমানের ছেলে এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, গত বুধবার রাতে জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাস এবং অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এসকে মাসুমকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
২ মিনিট আগেপণ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করতে চায় নেপাল। তবে এই মুহূর্তে যাত্রীবাহী ট্রেন চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল।
২৩ মিনিট আগেগুম-খুনসহ র্যাবের বিতর্কিত কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন বাহিনীর প্রধান এ কে এম শহিদুর রহমান। তবে এতে আক্ষেপ কমেনি গুমের শিকার রাজশাহীর ইসমাইল হোসেনের পরিবারের। তার ছোট ভাই ইউসুফ আলী বলেন, ‘আমার ভাইটার লাশটাও খুঁজে পাইনি। র্যাবকে ক্ষমা করি কীভাবে?’
৩১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয়ের ছাদ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার টাউন হাই স্কুলের ছাদ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে