সেপটিক ট্যাংকে নিহত তিনজনের লাশ দেখে টলে পড়ে যুবকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১১: ৪৩
Thumbnail image

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে নিহতদের মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আজ শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হুমায়ুন কবির বোয়ালমারী গ্রামের নুর মুন্সির ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। তিনি জানান, গত বৃহস্পতিবার টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন— উপজেলার ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম ও ছেলে ইদা মিয়া এবং একই গ্রামের ইবলুল মিয়া। 

এই তিনজনের মরদেহ দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন হুমায়ুন কবির। এক সঙ্গে সারি করে রাখা ৩ জনের মরদেহ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তিনি মারা যান। 

এদিকে তিনজনের মৃত্যুর খবর পেয়ে সংসদ সদস্য জাকির হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত