দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সমছেল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ওই বৃদ্ধ পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানান পরিবারের সদস্যরা।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের কুন্দারামপুর গ্রামের নিজ ঘর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সমছেল ওই গ্রামের মৃত গফুর আলী মন্ডলের ছেলে।
বৃদ্ধের স্ত্রী বিলকিছ বেগম বলেন, পাঁচ দিন আগে নিজের পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সমছেল। পরিবারের সদস্য দেখে ফেলায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তাঁর পেটে কয়েকটি সেলাই দিতে হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, চার সন্তানকে নিয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন বৃদ্ধ সমছেল। বড় তিন ছেলে বিবাহিত। ভ্যানচালক ছোট ছেলেকে নিয়ে সংসার চলত তাদের।
গতকাল সন্ধ্যায় সমছেলকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে পাশে ছেলের বাড়িতে যান তাঁর স্ত্রী বিলকিছ বেগম। সন্ধ্যার কিছু পরে ঘরের জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিলেন তিনি। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের দরজা খোলার চেষ্টা করলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় দরজার ছিটকিনি ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিন বলেন, পারিবারিক অশান্তির কারণে দীর্ঘ যাবৎ সমছেল মাদক সেবন করতেন। প্রায় সব সময় তিনি নেশার ওপরেই থাকতেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পরিবারের দাবি, নিহত ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে সমছেল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ওই বৃদ্ধ পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানান পরিবারের সদস্যরা।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের কুন্দারামপুর গ্রামের নিজ ঘর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সমছেল ওই গ্রামের মৃত গফুর আলী মন্ডলের ছেলে।
বৃদ্ধের স্ত্রী বিলকিছ বেগম বলেন, পাঁচ দিন আগে নিজের পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সমছেল। পরিবারের সদস্য দেখে ফেলায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তাঁর পেটে কয়েকটি সেলাই দিতে হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, চার সন্তানকে নিয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন বৃদ্ধ সমছেল। বড় তিন ছেলে বিবাহিত। ভ্যানচালক ছোট ছেলেকে নিয়ে সংসার চলত তাদের।
গতকাল সন্ধ্যায় সমছেলকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে পাশে ছেলের বাড়িতে যান তাঁর স্ত্রী বিলকিছ বেগম। সন্ধ্যার কিছু পরে ঘরের জানালা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিলেন তিনি। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের দরজা খোলার চেষ্টা করলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় দরজার ছিটকিনি ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিন বলেন, পারিবারিক অশান্তির কারণে দীর্ঘ যাবৎ সমছেল মাদক সেবন করতেন। প্রায় সব সময় তিনি নেশার ওপরেই থাকতেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পরিবারের দাবি, নিহত ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় সাথী আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তা
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার একটি ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক দেশত্যাগ করা সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগেশেরপুরে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগেসাইবার নিরাপত্তা আইনে করা মামলা থেকে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁকে মামলার
১০ ঘণ্টা আগে