Ajker Patrika

নির্বাচন ঘিরে জমজমাট খাবারের ব্যবসা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩: ৩৪
নির্বাচন ঘিরে জমজমাট খাবারের ব্যবসা

রংপুরের মিঠাপুকুরে নির্বাচন ঘিরে জমজমাট হয়ে উঠেছে ভ্রাম্যমাণ খাবারের ব্যবসা। বিশেষ করে ঝালমুড়ি, চানাচুর, ছোলা-বাদাম, জিলাপি ও পেঁয়াজু বেচাকেনা বেড়েছে কয়েক গুণ।

গতকাল শুক্রবার থেকে সভা-সমাবেশ বন্ধ হয়ে গেলেও বেচাকেনা ভোট গ্রহণের দিন কাল রোববার পর্যন্ত ভালো চলবে—এমনটাই জানিয়েছেন কয়েকজন খাবার বিক্রেতা। গত বৃহস্পতিবার মিঠাপুকুর কলেজ মাঠে নৌকা ও লাঙ্গলের প্রার্থীর নির্বাচনী সমাবেশ হয়। সেখানে কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতার দেখা মেলে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী সভা-সমাবেশে দোকান দিয়ে ব্যবসা ভালো হয়েছে।

বাদাম বিক্রেতা জাহাঙ্গীর আলম এসেছিলেন ৩০ কিলোমিটার দূর থেকে। তিনি জানান, সভা-সমাবেশে বাদাম বিক্রি করে তাঁর দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা মুনাফা হয়েছে। ঝালমুড়ি বিক্রেতা আবুল মজা করে বলেন, আর কিছুদিন পর ভোট হলে ভালোই আয়রোজগার হতো।

পেঁয়াজু বিক্রেতা মিন্টু ও চানাচুর বিক্রেতা গৌতমও একই কথা বলেন। তাঁরা জানান, এই কয়েক দিন ব্যবসা ভালোই জমেছিল। এখন প্রচার বন্ধ হয়ে যাওয়ায় আয় কম হবে; তবে ভোটের দিন পর্যন্ত বেচাকেনা চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত