Ajker Patrika

যান্ত্রিক ত্রুটি, মধ্যপাড়া খনি থেকে পাথর তোলা বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৩০
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। ছবি: আজকের পত্রিকা
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাথর উত্তোলন আবার শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়ের হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘টেকনিক্যাল কারণে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি বিশেষজ্ঞরা দেখছেন। আশা করছি, দ্রুতই খনিতে আবার পাথর উত্তোলন শুরু হবে।’

খনিসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। এক মাস পর উত্তোলন শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত