নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাগের বশে একসঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীকে লাঠিপেটা করে জখমের অভিযোগ উঠেছে। উপজেলার আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিভাবক।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা আক্তার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর উপজেলার আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইরামসহ (১১) প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করতে বলা হয়। কিন্তু কেউ শপথবাক্য পাঠ করতে না পারায় স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপি উত্তেজিত হয়ে ক্লাসে থাকা সব শিক্ষার্থীকে বেদম লাঠিপেটা করেন।
এতে ইরাম মোহাম্মদের বাঁ হাতের মাংসপেশিতে ক্ষত সৃষ্টি হয়। এ ছাড়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আ. রব (১০) ও অহনা (৯) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিম হোসেনের (১২) জখম হয়েছে বলে দাবি তাদের অভিভাবকদের।
ইরাম মোহাম্মদের বাবা তাসনিম আলম বলেন, ‘দিন দিন ছেলের হাতের ক্ষত বাড়ছে। প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করছে, স্কুলের যাওয়ার কথা বললে আঁতকে উঠছে। কোমলমতি শিশুদের এভাবে গণহারে লাঠিপেটা করে কীভাবে?’ এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
শিক্ষার্থীদের লাঠিপেটার কথা স্বীকার করে প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপি বলেন, ‘সেদিন বাচ্চারা শপথবাক্য পাঠ করতে না পারায় আমি রাগের বশে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মেরেছি। এটি আমার অত্যন্ত ভুল হয়েছে, এ জন্য আমি অভিভাবকদের কাছে সরি বলেছি। তারপরও যদি কোনো অভিভাবক এ বিষয়ে অভিযোগ করে, তাহলে তো আমার করার কিছু নেই। এতে আমার যা শাস্তি হয় হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে। অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাগের বশে একসঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীকে লাঠিপেটা করে জখমের অভিযোগ উঠেছে। উপজেলার আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিভাবক।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা আক্তার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর উপজেলার আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইরামসহ (১১) প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করতে বলা হয়। কিন্তু কেউ শপথবাক্য পাঠ করতে না পারায় স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপি উত্তেজিত হয়ে ক্লাসে থাকা সব শিক্ষার্থীকে বেদম লাঠিপেটা করেন।
এতে ইরাম মোহাম্মদের বাঁ হাতের মাংসপেশিতে ক্ষত সৃষ্টি হয়। এ ছাড়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আ. রব (১০) ও অহনা (৯) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিম হোসেনের (১২) জখম হয়েছে বলে দাবি তাদের অভিভাবকদের।
ইরাম মোহাম্মদের বাবা তাসনিম আলম বলেন, ‘দিন দিন ছেলের হাতের ক্ষত বাড়ছে। প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করছে, স্কুলের যাওয়ার কথা বললে আঁতকে উঠছে। কোমলমতি শিশুদের এভাবে গণহারে লাঠিপেটা করে কীভাবে?’ এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
শিক্ষার্থীদের লাঠিপেটার কথা স্বীকার করে প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপি বলেন, ‘সেদিন বাচ্চারা শপথবাক্য পাঠ করতে না পারায় আমি রাগের বশে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মেরেছি। এটি আমার অত্যন্ত ভুল হয়েছে, এ জন্য আমি অভিভাবকদের কাছে সরি বলেছি। তারপরও যদি কোনো অভিভাবক এ বিষয়ে অভিযোগ করে, তাহলে তো আমার করার কিছু নেই। এতে আমার যা শাস্তি হয় হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে। অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। টানা চার দিন কর্মবিরতি পালনের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে আজ বুধবার সকাল থেকে হাসপাতালে সেবা দেওয়া চালু করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের নারী চিকিৎসককে মারধরের প্রতিবাদে গত শনিবার থেকে তাঁরা কর্মবিরতি শুরু
৬ মিনিট আগেফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফারাবি এক্সপ্রেস নামের একটি মিনিবাস দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার সম্ভাব্য পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া তা নিরসনে ১৪টি সুপার
১২ মিনিট আগেএকাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী
২০ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরছে। তাতে দেখা যাচ্ছে, কবি রফিক আজাদের ছবিসংবলিত বাড়ি। যেখানে তিনি ২৯ বছর ধরে বাস করেছেন। দারুণ সব কবিতা লিখেছেন। আছে তাঁর দিনযাপনের স্মৃতি। সেই বাড়িটির পাশের একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
২৬ মিনিট আগে