আড়াই বছর পর কবর থেকে তোলা হলো ছাত্রলীগের ৩ জনের লাশ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২০: ০৩
নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শ্যামপুর গ্রামে ছাত্রলীগ কর্মী মো. লিমনের লাশ তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে দাফনের আড়াই বছর পর ছাত্রলীগের তিনজনের লাশ কবর থেকে তোলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পৃথক কবর থেকে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁদের লাশ উত্তোলন করা হয়।

লাশ উত্তোলন করা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা হলেন—উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)।

এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বাকি দুজন ছাত্রলীগের কর্মী ছিলেন।

লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সাবেক ছাত্রলীগ নেতা কিবরিয়ার লাশ উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা
উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সাবেক ছাত্রলীগ নেতা কিবরিয়ার লাশ উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট নিহত রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম ছেলে ও ছেলের দুই বন্ধুকে হত্যার অভিযোগে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। এতে সাবেক এমপি শিবলী সাদিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ছাত্রলীগ সভাপতি, সম্পাদকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

২০২২ সালের ৩০ মার্চ রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ (আলম নগর) ব্রিজের কাছে তিন বন্ধু কিবরিয়া, লিমন ও সাব্বিরের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেল দুমড়ে মুচড়ে অবস্থায় পাওয়া যায়। সে সময় ঘটনাটি দুর্ঘটনা হিসেবে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ এলাকার সাব্বিরের লাশ উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা
উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ এলাকার সাব্বিরের লাশ উত্তোলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, এসআই শাহিনের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সসহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ উত্তোলন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনজনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত