Ajker Patrika

২০২২ সালে ছাত্রলীগের ৩ জনকে হত্যা, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯: ১২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান (মানিক), সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সহসাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল হোসেন।

পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে ছাত্রলীগ সাবেক নেতা কিবরিয়া ইসলাম, কর্মী রিমন ইসলাম ও সাব্বির রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নদীতে বালু উত্তোলনের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ।

এই ঘটনায় নিহত রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

হত্যা মামলার পর ৭ নভেম্বর দিনাজপুরের নবাবগঞ্জে দাফনের আড়াই বছর পর ছাত্রলীগের ওই তিনজনের লাশ কবর থেকে তোলা করা হয়। এর আগে, ২০২২ সালের ৩০ মার্চ রাতে তিন বন্ধু কিবরিয়া, লিমন ও সাব্বিরের লাশ সড়ক থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেল দুমড়ে মুচড়ে অবস্থায় পাওয়া যায়। সে সময় ঘটনাটি দুর্ঘটনা হিসেবে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই এজাহারনামীয় আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত