ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অফিসের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনায় আহম্মদ জিবরীল নামে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের কপিটি ২১ মে স্বাক্ষরিত হলেও স্কুল কর্তৃপক্ষ সোমবার (২৯ মে) হাতে পেয়েছেন। আহম্মদ জিবরীল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ২১ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগ আনেন পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার। এ ঘটনায় তিনি শিক্ষক আহম্মদ জিবরীলের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি গ্রেপ্তারও হন।
তাই সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী আহম্মদ জিবরীলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এতে আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আলম বলেন, ‘প্রজ্ঞাপনের আদেশটি গতকাল (সোমবার) বিকেলে পেয়েছি। প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন। তিনি দু-এক দিনের মধ্যে ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় সহকারী শিক্ষক আহম্মদ জিবরীলসহ আটজনকে আসামি করা হয়। তিন মাস আগে মামলার তদন্ত কর্মকর্তা জিবরীলসহ সাতজনকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন জমা দেন। তবে আদালত এ বিষয়ে এখনো কোনো রায় দেননি।’
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উত্তর সরবরাহের অভিযোগে দুই শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ জিবরীল, একই স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী জহিরুল ইসলাম, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোভিদ ইকবাল ও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম।
এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গ্রেপ্তার চারজনসহ আরও চারজনের নাম উল্লেখ্য করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা পরে বিভিন্ন সময় জামিনে বের হন।
ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অফিসের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনায় আহম্মদ জিবরীল নামে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের কপিটি ২১ মে স্বাক্ষরিত হলেও স্কুল কর্তৃপক্ষ সোমবার (২৯ মে) হাতে পেয়েছেন। আহম্মদ জিবরীল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ২১ অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগ আনেন পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার। এ ঘটনায় তিনি শিক্ষক আহম্মদ জিবরীলের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি গ্রেপ্তারও হন।
তাই সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী আহম্মদ জিবরীলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এতে আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আলম বলেন, ‘প্রজ্ঞাপনের আদেশটি গতকাল (সোমবার) বিকেলে পেয়েছি। প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন। তিনি দু-এক দিনের মধ্যে ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় সহকারী শিক্ষক আহম্মদ জিবরীলসহ আটজনকে আসামি করা হয়। তিন মাস আগে মামলার তদন্ত কর্মকর্তা জিবরীলসহ সাতজনকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন জমা দেন। তবে আদালত এ বিষয়ে এখনো কোনো রায় দেননি।’
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উত্তর সরবরাহের অভিযোগে দুই শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ জিবরীল, একই স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী জহিরুল ইসলাম, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোভিদ ইকবাল ও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম।
এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গ্রেপ্তার চারজনসহ আরও চারজনের নাম উল্লেখ্য করে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা পরে বিভিন্ন সময় জামিনে বের হন।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
২২ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৩৫ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে