গাইবান্ধা প্রতিনিধি
নিখোঁজের দুই দিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুরোনো ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
এর মধ্যে ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
দুজনের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালির ক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। দুই দিন ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তাঁদের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে দুজনের কীভাবে মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে খবর পেয়ে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদী থেকে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিখোঁজের দুই দিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুরোনো ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
এর মধ্যে ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
দুজনের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালির ক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। দুই দিন ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তাঁদের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে দুজনের কীভাবে মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে খবর পেয়ে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদী থেকে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আজ বুধবার ভোরে পীরগঞ্জ গড়গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিউর রহমান হোসেনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
৬ মিনিট আগেচট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই আদালত লাশ গুমের ঘটনায় প্রত্যেক আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
১৩ মিনিট আগেরংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। টানা চার দিন কর্মবিরতি পালনের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে আজ বুধবার সকাল থেকে হাসপাতালে সেবা দেওয়া চালু করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের নারী চিকিৎসককে মারধরের প্রতিবাদে গত শনিবার থেকে তাঁরা কর্মবিরতি শুরু
২৩ মিনিট আগে