ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ডুবে কিশোরের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে ডুবে হোসাইন মেজবা সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকার দুধকুমার নদে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা জাহিন মুস্তাহিদ (১৩) নামের আরেক কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। 

নিহত সিয়াম ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ‍্যাপক হামিদুল ইসলামের ছেলে। আহত জাহিন ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে দিকে সিয়াম ও জাহিন দুই বন্ধু ক্রিকেটের বল নিয়ে দুধকুমার নদের পাড়ে খেলতে যায়। খেলার একপর্যায় তাদের বলটি নদে পড়ে যায়। পানি থেকে বলটি তুলতে গিয়ে স্রোতের টানে তারা দুজনেই নদে তলিয়ে যেতে থাকে। 

এ সময় স্থানীয়রা জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও সিয়াম পানিতে ডুবে নিখোঁজ হয়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় ডুবুরিদের একটি দল সিয়ামকে উদ্ধার করে। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, পানিতে ডুবে সিয়ামের মৃত্যু হয়েছে। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত