চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে খাদ্য ও অর্থ সহায়তার (জিআর) চাল নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ইউপির ৫ সদস্য।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর নয়ারহাট ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য জিআরের ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এতে মোট ২০০ পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে চাল পান।
চাল বিতরণের তালিকায় দেখা গেছে,৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পরিষদটির মোট বরাদ্দের সিংহভাগই বিতরণ করা হয়েছে ৪টি ওয়ার্ডের বিভিন্ন পরিবারের মধ্যে। মোট ২০০ পরিবারের মধ্যে ৪টি ওয়ার্ডের ১৭৭ জন পরিবার পেয়েছেন চাল। ৩ নম্বর ওয়ার্ডের কোনো পরিবারের মধ্যে চাল বিতরণ করা না হলেও বাকি ৪টি ওয়ার্ডের ৩৩ পরিবার জিআরের চাল পেয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ২ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৪ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৫ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ৬ নম্বর ওয়ার্ডে ৪০ পরিবার, ৭ নম্বর ওয়ার্ডে ৬৩ পরিবার, ৮ নম্বর ওয়ার্ডে ৮ পরিবার ও ৯ নম্বর ওয়ার্ডে ৯ পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন পরিবারের নাম থাকলেও তারা চাল পায়নি। ৫ নম্বর ওয়ার্ডে একই পরিবারের সব সদস্যের নামে চাল উত্তোলন করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে একই চিত্র দেখা গেছে। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের স্বামী মাইদুল ইসলাম ও তাঁর বোন শাহানাজ বেগম তালিকায় নাম দিয়ে চাল উত্তোলন করেছেন।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, দু-একটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাটি ভুয়া। মনগড়া তালিকা করে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পরিষদের আরও কয়েকজন সদস্যের সহযোগিতায় চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী জানান, তাঁর ওয়ার্ডের ৩ জনের নামে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত ওই তিন পরিবার কোনো চাল পাননি।
অভিযোগের বিষয়ে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
কুড়িগ্রামের চিলমারীতে খাদ্য ও অর্থ সহায়তার (জিআর) চাল নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ইউপির ৫ সদস্য।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর নয়ারহাট ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য জিআরের ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এতে মোট ২০০ পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে চাল পান।
চাল বিতরণের তালিকায় দেখা গেছে,৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পরিষদটির মোট বরাদ্দের সিংহভাগই বিতরণ করা হয়েছে ৪টি ওয়ার্ডের বিভিন্ন পরিবারের মধ্যে। মোট ২০০ পরিবারের মধ্যে ৪টি ওয়ার্ডের ১৭৭ জন পরিবার পেয়েছেন চাল। ৩ নম্বর ওয়ার্ডের কোনো পরিবারের মধ্যে চাল বিতরণ করা না হলেও বাকি ৪টি ওয়ার্ডের ৩৩ পরিবার জিআরের চাল পেয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ২ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৪ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৫ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ৬ নম্বর ওয়ার্ডে ৪০ পরিবার, ৭ নম্বর ওয়ার্ডে ৬৩ পরিবার, ৮ নম্বর ওয়ার্ডে ৮ পরিবার ও ৯ নম্বর ওয়ার্ডে ৯ পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন পরিবারের নাম থাকলেও তারা চাল পায়নি। ৫ নম্বর ওয়ার্ডে একই পরিবারের সব সদস্যের নামে চাল উত্তোলন করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে একই চিত্র দেখা গেছে। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের স্বামী মাইদুল ইসলাম ও তাঁর বোন শাহানাজ বেগম তালিকায় নাম দিয়ে চাল উত্তোলন করেছেন।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, দু-একটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাটি ভুয়া। মনগড়া তালিকা করে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পরিষদের আরও কয়েকজন সদস্যের সহযোগিতায় চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী জানান, তাঁর ওয়ার্ডের ৩ জনের নামে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত ওই তিন পরিবার কোনো চাল পাননি।
অভিযোগের বিষয়ে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশুসন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় ভাইরাল ‘ক্রিম আপা’ ওরফে শারমীন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাভার পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল
৬ মিনিট আগেহবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেরাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার
২০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য ও চরজব্বার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ মিয়ার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য বিএনপির আরেক পক্ষকে দায়ী করছেন আয়োজনকারীরা। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।
১ ঘণ্টা আগে