Ajker Patrika

খানসামায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৫

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৫

অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া থেকে আজ বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। তিনি বলেন, ‘জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও তাজ উদ্দিন। 

গ্রেপ্তাররা হলেন খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দপাড়ার আনোয়ার হোসেন (২০), হাচানুর ইসলাম (১৯) ও একই ইউনিয়নের ঝগড়ু পাড়ার গালিব ইসলাম (১৯), আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার উজ্জ্বল ভুঁইয়া (২৫) এবং পার্শ্ববর্তী সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম (২৯)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে খানসামা উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন ও ৮৪টি সিম কার্ড জব্দ করা হয়। 

ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর গ্রেপ্তার পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে থানা-পুলিশ সজাগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত