Ajker Patrika

আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান ৩ দিনের রিমান্ডে

রংপুর প্রতিনিধি
ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ। ছবি: আজকের পত্রিকা
ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশকে (২৪) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে নেওয়া হয়। এ সময় পুলিশ চার দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলার ইসলামপুর চরগঙ্গাপাড়ার নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার আমরা আবু সাঈদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে চার দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী রোববার থেকে রিমান্ড কার্যকর হবে।

ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ইমরান বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহে নেওয়াজ চৌধুরী শাহিনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারধর করেছিলেন তিনি। দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর তাঁর হামলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৬ জুলাই আবু সাঈদ নিহতের পর গা-ঢাকা দেন আকাশ।

পুলিশ জানায়, সরকার পতনের পর বেরোবির ছাত্রলীগের অন্য নেতাদের মতো ইমরান চৌধুরী আকাশ আত্মগোপনে চলে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৭ জানুয়ারি ১২ নম্বর আসামি করে তাজহাট থানায় মামলা করেন মো. পাপুল নামের এক শিক্ষার্থী।

এ ছাড়া ২০ আগস্ট ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোহাম্মদ ইউসুফ তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা করেন। চলতি বছরের ১৪ জানুয়ারি জামালপুরের ইসলামপুর থানায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশন শুরু হলে ১৫ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে ইমরানকে নিজ বাড়ি জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে আবু সাঈদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত