Ajker Patrika

ফেনসিডিলসহ তরুণকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১১: ৩৯
ফেনসিডিলসহ তরুণকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৭৫ বোতল ফেনসিডিলসহ আশরাফুল আলম (২০) নামের এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল রোববার মধ্যরাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে আশরাফুল আলমকে গ্রাম পুলিশ বাহিনীর সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গত দুই-তিন দিন ধরে ভূরুঙ্গামারী ইউনিয়নের সীমান্তবর্তী ভোটহাট এলাকার একটি সড়কে নজর রাখছিলেন। শিক্ষার্থীদের কাছে তথ্য ছিল, ওই সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার করা হয়। 

গতকাল রোববার মধ্যরাতে ওই সড়ক দিয়ে আশরাফুল আলমসহ তিনজন বস্তায় করে কিছু নিয়ে যাচ্ছিলেন। শিক্ষার্থীদের সন্দেহ হলে গ্রাম পুলিশের সহায়তায় আশরাফুলকে আটক করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যান। আশরাফুলের বস্তার ভেতরে ৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। শিক্ষার্থীরা ফেনসিডিলসহ তাঁকে পুলিশের হাতে তুলে দেন। গ্রাম পুলিশ বাহিনীর দুই সদস্য লিটন মিয়া ও রমজান আলী শিক্ষার্থীদের সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত