লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গাকে কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক উপাধ্যক্ষ রেফাজ উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ডান হাত হিসেবে খ্যাত রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গা বাগিয়ে নেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের পদ। তা ছাড়া শিক্ষক হিসেবে নিয়োগ নেন তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজে। তখনকার মন্ত্রীর প্রভাবে দ্রুত পদোন্নতি নিয়ে হয়ে যান উপাধ্যক্ষ। রেফাজ রাঙ্গা মূলত নুরুজ্জামানের ভ্যানগার্ড হিসেবে আত্মপ্রকাশ করেন নিজেকে। কলেজে অনিয়মিত হলেও সাবেক মন্ত্রীর সব কাজে যুক্ত থেকে অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠেন রেফাজ রাঙ্গা।
শিক্ষক-অভিভাবকদের অভিযোগ, তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজকে রেফাজ রাঙ্গা দুর্নীতির আখড়ায় পরিণত করেন। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে ফুসে ওঠে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ যুবলীগ নেতা কলেজের উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গার নানা দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার কলেজের উপাধ্যক্ষ পদ থেকে রেফাজ রাঙ্গাকে অব্যাহতি দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গাকে কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক উপাধ্যক্ষ রেফাজ উদ্দিনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ডান হাত হিসেবে খ্যাত রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গা বাগিয়ে নেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের পদ। তা ছাড়া শিক্ষক হিসেবে নিয়োগ নেন তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজে। তখনকার মন্ত্রীর প্রভাবে দ্রুত পদোন্নতি নিয়ে হয়ে যান উপাধ্যক্ষ। রেফাজ রাঙ্গা মূলত নুরুজ্জামানের ভ্যানগার্ড হিসেবে আত্মপ্রকাশ করেন নিজেকে। কলেজে অনিয়মিত হলেও সাবেক মন্ত্রীর সব কাজে যুক্ত থেকে অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হয়ে ওঠেন রেফাজ রাঙ্গা।
শিক্ষক-অভিভাবকদের অভিযোগ, তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজকে রেফাজ রাঙ্গা দুর্নীতির আখড়ায় পরিণত করেন। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে ফুসে ওঠে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ যুবলীগ নেতা কলেজের উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গার নানা দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার কলেজের উপাধ্যক্ষ পদ থেকে রেফাজ রাঙ্গাকে অব্যাহতি দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।
কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আজ বুধবার ভোরে পীরগঞ্জ গড়গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিউর রহমান হোসেনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
৫ মিনিট আগেচট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই আদালত লাশ গুমের ঘটনায় প্রত্যেক আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
১২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। টানা চার দিন কর্মবিরতি পালনের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে আজ বুধবার সকাল থেকে হাসপাতালে সেবা দেওয়া চালু করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের নারী চিকিৎসককে মারধরের প্রতিবাদে গত শনিবার থেকে তাঁরা কর্মবিরতি শুরু
২২ মিনিট আগে