Ajker Patrika

গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইনস্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২: ৪৩
গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

দেশে বিমা সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জীবন বিমা ও সাধারণ বিমার সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ উদ্যোগ বিমা সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম এফসিএ এবং রিলায়েন্স ইনস্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খালেদ মামুন এফসিসিআই উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বিমার সমন্বিত সেবা নিশ্চিত করা হবে। গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইনস্যুরেন্স গ্রাহকদের বীমা-সংক্রান্ত সব প্রয়োজন পূরণে একসঙ্গে কাজ করবে। এটি বীমা খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত