গত সাড়ে পাঁচ বছরে অপরাধ ও পাচারসম্পর্কিত অবৈধ লেনদেনের ৬০০ কোটি ডলার (৪৪০ কোটি মার্কিন ডলার) জব্দ করেছে সিঙ্গাপুর। আজ বুধবার বৈশ্বিক আর্থিক অপরাধবিরোধী সংগঠন ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স আয়োজিত এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং এ তথ্য জানান।
অর্থনীতিতে সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটিতে গত বছর বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। অর্থ পাচারের বিরুদ্ধে বিশ্বের অন্যতম বিস্তৃত অভিযান পরিচালিত হয় সিঙ্গাপুরে। এসব অভিযানে ৩০০ কোটি সিঙ্গাপুর ডলার ছাড়াও আবাসন, গাড়ি ও বিলাসী পণ্য জব্দ করা হয়। বেশ কয়েকজন বিদেশিও গ্রেপ্তার হয়।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যকেন্দ্র হিসেবে সিঙ্গাপুর অনেক বেশি অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের ঝুঁকির মুখে আছে। ঝুঁকি মোকাবিলায় ও বিশ্বস্ত আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের সুনাম ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে সিঙ্গাপুরের ন্যাশনাল অ্যাসেট রিকভারি স্ট্র্যাটেজি বা জাতীয় সম্পদ জব্দ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এতে বলা হয়, জব্দ করা ৬০০ কোটি সিঙ্গাপুর ডলারের মধ্যে ৪১ কোটি ৬০ লাখ ডলার ভুক্তভোগী ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১০০ কোটি সিঙ্গাপুর ডলার রাষ্ট্র বাজেয়াপ্ত করেছে। বাকি অর্থের বেশিরভাগের বিষয়ে তদন্ত এখনো চলছে বা আদালতে মামলা বিচারাধীন।
প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অপরাধমূলক ও পাচারের সঙ্গে সম্পৃত লেনদেনের বড় অংশের সঙ্গে বিদেশি অপরাধ সিন্ডিকেট জড়িত, যারা খুব আধুনিক পদ্ধতি ব্যবহার করে এসব অপরাধ করছে।
গত সপ্তাহে সিঙ্গাপুরের আর্থিক কর্তৃপক্ষ বলেছে, সম্পদ ব্যবস্থাপনাসহ ব্যাংকিং খাত সবচেয়ে বেশি অর্থ পাচারের ঝুঁকির মধ্যে রয়েছে।
গত সাড়ে পাঁচ বছরে অপরাধ ও পাচারসম্পর্কিত অবৈধ লেনদেনের ৬০০ কোটি ডলার (৪৪০ কোটি মার্কিন ডলার) জব্দ করেছে সিঙ্গাপুর। আজ বুধবার বৈশ্বিক আর্থিক অপরাধবিরোধী সংগঠন ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স আয়োজিত এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং এ তথ্য জানান।
অর্থনীতিতে সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটিতে গত বছর বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। অর্থ পাচারের বিরুদ্ধে বিশ্বের অন্যতম বিস্তৃত অভিযান পরিচালিত হয় সিঙ্গাপুরে। এসব অভিযানে ৩০০ কোটি সিঙ্গাপুর ডলার ছাড়াও আবাসন, গাড়ি ও বিলাসী পণ্য জব্দ করা হয়। বেশ কয়েকজন বিদেশিও গ্রেপ্তার হয়।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যকেন্দ্র হিসেবে সিঙ্গাপুর অনেক বেশি অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের ঝুঁকির মুখে আছে। ঝুঁকি মোকাবিলায় ও বিশ্বস্ত আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের সুনাম ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে সিঙ্গাপুরের ন্যাশনাল অ্যাসেট রিকভারি স্ট্র্যাটেজি বা জাতীয় সম্পদ জব্দ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এতে বলা হয়, জব্দ করা ৬০০ কোটি সিঙ্গাপুর ডলারের মধ্যে ৪১ কোটি ৬০ লাখ ডলার ভুক্তভোগী ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১০০ কোটি সিঙ্গাপুর ডলার রাষ্ট্র বাজেয়াপ্ত করেছে। বাকি অর্থের বেশিরভাগের বিষয়ে তদন্ত এখনো চলছে বা আদালতে মামলা বিচারাধীন।
প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অপরাধমূলক ও পাচারের সঙ্গে সম্পৃত লেনদেনের বড় অংশের সঙ্গে বিদেশি অপরাধ সিন্ডিকেট জড়িত, যারা খুব আধুনিক পদ্ধতি ব্যবহার করে এসব অপরাধ করছে।
গত সপ্তাহে সিঙ্গাপুরের আর্থিক কর্তৃপক্ষ বলেছে, সম্পদ ব্যবস্থাপনাসহ ব্যাংকিং খাত সবচেয়ে বেশি অর্থ পাচারের ঝুঁকির মধ্যে রয়েছে।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
২৪ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫