কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হারেসের নেতৃত্বে দুই ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলার সন্দ্বীপি পাড়ার দেলোয়ারের ছেলে রিনাত মিয়া (২০) ও মৌলভী মনির উল্লাহর ছেলে আবু ছাদেক (২৩)।
তাঁদের দুজনকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনাত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী মো. ইমতিয়াজুল হক বলেন, ‘সন্ধ্যার পর রিনাত, সাদেকসহ আমরা কয়েকজন বন্ধু বায়ুবিদ্যুৎ এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাত্রলীগ নেতা আবু হারেসের নেতৃত্বে কয়েকজন এসে আবু সাদেকের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় এগিয়ে গেলে রিনাতের ওপরও হামলা করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করি।’
আবু সাদেক ও আবু হারেসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।
কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আবদুল্লাহ আল মান্নান বলেন, ‘মো. রিনাত আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সহপ্রচার সম্পাদক এবং আবু সাদেক ছাত্রদলের নেতা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। রিনাতের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রদল নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আহতদের পরিবারকে দ্রুত লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কক্সবাজারের কুতুবদিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আলী আকবর ডেইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হারেসের নেতৃত্বে দুই ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলার সন্দ্বীপি পাড়ার দেলোয়ারের ছেলে রিনাত মিয়া (২০) ও মৌলভী মনির উল্লাহর ছেলে আবু ছাদেক (২৩)।
তাঁদের দুজনকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনাত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী মো. ইমতিয়াজুল হক বলেন, ‘সন্ধ্যার পর রিনাত, সাদেকসহ আমরা কয়েকজন বন্ধু বায়ুবিদ্যুৎ এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাত্রলীগ নেতা আবু হারেসের নেতৃত্বে কয়েকজন এসে আবু সাদেকের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় এগিয়ে গেলে রিনাতের ওপরও হামলা করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করি।’
আবু সাদেক ও আবু হারেসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।
কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আবদুল্লাহ আল মান্নান বলেন, ‘মো. রিনাত আলী আকবর ডেইল ইউনিয়ন ছাত্রদলের সহপ্রচার সম্পাদক এবং আবু সাদেক ছাত্রদলের নেতা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। রিনাতের অবস্থা আশঙ্কাজনক। ছাত্রদল নেতাদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আহতদের পরিবারকে দ্রুত লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ ঘণ্টা আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫