ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের দুই বন্ধু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন আব্দুল কাইয়ুম ও তারেক। কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। গঙ্গাসাগর সেতু অতিক্রম করার সময় ট্রেনের ছাদে বসে ওই চার যুবক টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেতুর ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে তাঁরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকের মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ওই চার বন্ধু ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত যুবকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের দুই বন্ধু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন আব্দুল কাইয়ুম ও তারেক। কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। গঙ্গাসাগর সেতু অতিক্রম করার সময় ট্রেনের ছাদে বসে ওই চার যুবক টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেতুর ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে তাঁরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকের মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ওই চার বন্ধু ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়েন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত যুবকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ ঘণ্টা আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫