Ajker Patrika

ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল বুটেক্স

আলভী আহমেদ, বুটেক্স
ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল বুটেক্স

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছে। ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বুটেক্স ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ হয়। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ (শুক্রবার)।

৬০০ আসনের বিপরীতে ৭ হাজার ৩১৪ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রতি আসনের জন্য লড়বেন ১২ জন পরীক্ষার্থী।

সারা দেশের বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগ থেকে ৪ হাজার ২৪১, রাজশাহী বিভাগ থেকে ৯৩৩, চট্টগ্রাম বিভাগ থেকে ৫০১, যশোর থেকে ৪৩২, দিনাজপুর বিভাগ থেকে ৪২৬, ময়মনসিংহ বিভাগ থেকে ২৯৯, কুমিল্লা বিভাগ থেকে ২৪১, বরিশাল বিভাগ থেকে ৮৮, মাদ্রাসা থেকে ৭৭, সিলেট বিভাগ থেকে ৭২ এবং ইংরেজি মিডিয়াম থেকে ৪ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত এই শিক্ষার্থীর সংখ্যায় বেশ বৈষম্য দেখা যায়। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত জিপিএর ওপর বিবেচনা করে ভর্তি প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। চার বিষয়ে জিপিএ ২০ (প্রতি বিষয়ে জিপিএ ৫)-এর মধ্যে জিপিএ ১৮.৫ হলেই আবেদন করা গেছে। কিন্তু এইচএসসি এবং সমমান পরীক্ষায় বিভিন্ন বিভাগে আলাদা আলাদা প্রশ্ন হওয়ায় এবং সমমানের মূল্যায়ন নিশ্চিত না হওয়ায় বিভিন্ন বিভাগে পয়েন্টের তারতম্যের সৃষ্টি হয়েছে। এই তারতম্যের পরিপ্রেক্ষিতেই বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যায় বিভাগভিত্তিক বৈষম্য দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ৮ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত