জুবায়ের আহম্মেদ
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন বাংলাদেশের সানজাদ হোসেন। তিনি এ বছর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও আবুধাবি সরকারের শতভাগ বৃত্তি নিয়ে সেখানে পড়তে যান। এ দেশের শিক্ষার্থীদের জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাস এবং এর বৃত্তি নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
বৃত্তি পরিচিতি
নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি ক্যাম্পাস শিক্ষার্থীদের মেধা যাচাই ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ফুল রাইড বৃত্তি দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীর জন্য এই খরচ বহন করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আংশিক বা ফুলরাইড স্কলারশিপ দিয়ে থাকে। বৃত্তিটি হলো–NYUAD Need based/ Merit based Scholarship:
আবেদনের তথ্য ও লিংক
এই স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদনের প্রয়োজন হয় না। বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় আবেদনকারী অর্থনৈতিক সহায়তার বিষয়টি উল্লেখ করতে পারেন। আবেদনের পরে সিএসএস প্রোফাইল (https://cssprofile.collegeboard.org) নামে একটি আবেদন জমা দিতে হয়। এই আবেদন এবং শিক্ষার্থীর সর্বোপরি মেধা যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তি প্রদান করে থাকে। এই বৃত্তির ব্যাপারে আরও জানা যাবে–https://nyuad.nyu.edu/en/admissions/undergraduate/financial-support.html আবেদন প্রক্রিয়া নিয়ে আরও জানতে ভিজিট করতে পারেন– https://www.nyu.edu/admissions/undergraduate-admissions/how-to-apply.html
আবেদনের জন্য যা যা প্রয়োজন
নিউইয়র্ক ইউনিভার্সিটির ডিগ্রি প্রদানকারী মোট তিনটি ক্যাম্পাস রয়েছে–নিউইয়র্ক, আবুধাবি ও সাংহাই। প্রতিটির আবেদনের প্রক্রিয়া একই। ভর্তির জন্য আবেদন করতে হয় কমন আ্যপ্লিকেশন (সংক্ষেপে কমন আ্যাপ) নামের একটি সফটওয়্যারের মাধ্যামে (লিংক: www.commonapp.org)। একই অ্যাপ্লিকেশন সাইটের মাধ্যমে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য–
১. একটি সম্পূর্ণ কমন অ্যাপ্লিকেশন ফরম জমা দিতে হবে। সেখানে আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য, সহশিক্ষা কার্যক্রমগুলোর বিবরণ, শিক্ষা বা সহশিক্ষামূলক অর্জনের বিবরণ, নিজের শ্রেণিতে নেওয়া বিষয়গুলোর তালিকা ইত্যাদি প্রদান করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো–নিজেকে নিয়ে ৬৫০ শব্দের মধ্যে একটি ব্যক্তিগত প্রবন্ধ জমা দিতে হবে।
২. ব্যক্তিগত প্রবন্ধের সঙ্গে ‘‘Why NYU’’ নামে ৪০০ শব্দের মধ্যে আরেকটি প্রবন্ধ জমা দিতে হবে। যেখানে আবেদনকারীকে ওই বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে চান এবং আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের জন্য একজন উপযুক্ত প্রার্থী কেন, তা ব্যাখা করতে হবে।
৩. আবেদনকারীকে তিনজন শিক্ষকের সুপারিশপত্র জমা দিতে হবে। আপনার সম্পর্কে খুব ভালো জানেন এমন শিক্ষকের সুপারিশ বেশি কার্যকর হতে পারে।
৪. একই সঙ্গে একজন শিক্ষককে আবেদনকারীর পক্ষ থেকে তার নবম-দ্বাদশ শ্রেণির একাডেমিক রেজাল্ট/ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে, যার মাধ্যমে ভর্তি কমিটি আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে সক্ষম হবে।
৫. মেধা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি SAT/ ACT ইত্যাদি পরীক্ষার তথ্য বিবেচনা করে।
এটি মেধা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এ পরীক্ষার ফলাফল জমা দেওয়া জরুরি। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২১-২২ সেশনের জন্য এটি জমা দেওয়া বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করেছে।
৬. এ ছাড়া ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার প্রমাণস্বরূপ EPT (English Proficiency Test), অর্থাৎ IELTS/TOEFL/DET (Duolingo English Test)-এর যেকোনো একটির ফলাফল জমা দিতে হয়।
বৃত্তির সুযোগ–সুবিধা
বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা বা ফুলরাইড বৃত্তি পেলে শিক্ষার্থীকে কোনো ধরনের খরচ বহন করতে হবে না। এই বৃত্তি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সম্পূর্ণ খরচ বহন করে, যার মধ্যে ৪ বছরের টিউশন ফি, থাকা-খাওয়ার জন্য ডর্ম বা হোস্টেলের ব্যবস্থা, পড়ালেখার জন্য বৈদেশিক সফর ও সেখানে থাকার খরচ, স্বাস্থ্যসেবা, বইপত্রের খরচ, এক বছরে সর্বোচ্চ দুবার নিজ দেশে আসা-যাওয়ার খরচ, এমনকি এর বাইরেও নানাবিধ খরচের সব দায়ভার বহন করে। এ ছাড়া ব্যক্তিগত খরচের জন্য আকর্ষণীয় পরিমাণের (প্রতি সেমিস্টারে ১১০০ ডলার) stipend বা ভাতা প্রদান করা হয়। সর্বশেষ কথা হলো, এই বৃত্তি পেলে শিক্ষার্থীর চার বছরে নিজের কোনো খরচের কথা চিন্তা করতে হবে না।
যেসব বিষয়ে পড়া যাবে
নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি ক্যাম্পাস একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। সেখানে একজন শিক্ষার্থী পছন্দমতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন এবং এ জন্য এক বছর পর্যন্ত সময় পান। এখানে বিজ্ঞান, মানবিক, ইঞ্জিনিয়ারিং ও সামাজিক বিজ্ঞান এ ৪টি অনুষদে মোট ২৫টি মেজর বিষয় রয়েছে, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের ৬টি শাখা (জেনারেল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, ও বায়োইঞ্জিনিয়ারিং) অন্তর্ভুক্ত। এ ছাড়া রয়েছে কোর কারিকুলাম, যা একজন শিক্ষার্থীকে নিজের বিষয়ের পাশাপাশি সব দিকে পারদর্শী হিসেবে গড়ে তোলে।নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আবেদন করার ৩টি সময়সীমা রয়েছে:
১) আর্লি ডিসিশন ১ - নভেম্বর ০১
২) আর্লি ডিসিশন ২ - জানুয়ারি ০১
৩) রেগুলার ডিসিশন - জানুয়ারি ০৫
এখানে যেহেতু বিশ্বের ১১৫টির বেশি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন, তাই বিদেশি সংস্কৃতি, রীতিনীতি, রাজনৈতিক মতাদর্শের প্রতি সম্মানজনক মনোভাব থাকতে হবে।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন বাংলাদেশের সানজাদ হোসেন। তিনি এ বছর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও আবুধাবি সরকারের শতভাগ বৃত্তি নিয়ে সেখানে পড়তে যান। এ দেশের শিক্ষার্থীদের জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাস এবং এর বৃত্তি নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
বৃত্তি পরিচিতি
নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি ক্যাম্পাস শিক্ষার্থীদের মেধা যাচাই ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ফুল রাইড বৃত্তি দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীর জন্য এই খরচ বহন করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আংশিক বা ফুলরাইড স্কলারশিপ দিয়ে থাকে। বৃত্তিটি হলো–NYUAD Need based/ Merit based Scholarship:
আবেদনের তথ্য ও লিংক
এই স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদনের প্রয়োজন হয় না। বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় আবেদনকারী অর্থনৈতিক সহায়তার বিষয়টি উল্লেখ করতে পারেন। আবেদনের পরে সিএসএস প্রোফাইল (https://cssprofile.collegeboard.org) নামে একটি আবেদন জমা দিতে হয়। এই আবেদন এবং শিক্ষার্থীর সর্বোপরি মেধা যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তি প্রদান করে থাকে। এই বৃত্তির ব্যাপারে আরও জানা যাবে–https://nyuad.nyu.edu/en/admissions/undergraduate/financial-support.html আবেদন প্রক্রিয়া নিয়ে আরও জানতে ভিজিট করতে পারেন– https://www.nyu.edu/admissions/undergraduate-admissions/how-to-apply.html
আবেদনের জন্য যা যা প্রয়োজন
নিউইয়র্ক ইউনিভার্সিটির ডিগ্রি প্রদানকারী মোট তিনটি ক্যাম্পাস রয়েছে–নিউইয়র্ক, আবুধাবি ও সাংহাই। প্রতিটির আবেদনের প্রক্রিয়া একই। ভর্তির জন্য আবেদন করতে হয় কমন আ্যপ্লিকেশন (সংক্ষেপে কমন আ্যাপ) নামের একটি সফটওয়্যারের মাধ্যামে (লিংক: www.commonapp.org)। একই অ্যাপ্লিকেশন সাইটের মাধ্যমে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য–
১. একটি সম্পূর্ণ কমন অ্যাপ্লিকেশন ফরম জমা দিতে হবে। সেখানে আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য, সহশিক্ষা কার্যক্রমগুলোর বিবরণ, শিক্ষা বা সহশিক্ষামূলক অর্জনের বিবরণ, নিজের শ্রেণিতে নেওয়া বিষয়গুলোর তালিকা ইত্যাদি প্রদান করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো–নিজেকে নিয়ে ৬৫০ শব্দের মধ্যে একটি ব্যক্তিগত প্রবন্ধ জমা দিতে হবে।
২. ব্যক্তিগত প্রবন্ধের সঙ্গে ‘‘Why NYU’’ নামে ৪০০ শব্দের মধ্যে আরেকটি প্রবন্ধ জমা দিতে হবে। যেখানে আবেদনকারীকে ওই বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে চান এবং আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের জন্য একজন উপযুক্ত প্রার্থী কেন, তা ব্যাখা করতে হবে।
৩. আবেদনকারীকে তিনজন শিক্ষকের সুপারিশপত্র জমা দিতে হবে। আপনার সম্পর্কে খুব ভালো জানেন এমন শিক্ষকের সুপারিশ বেশি কার্যকর হতে পারে।
৪. একই সঙ্গে একজন শিক্ষককে আবেদনকারীর পক্ষ থেকে তার নবম-দ্বাদশ শ্রেণির একাডেমিক রেজাল্ট/ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে, যার মাধ্যমে ভর্তি কমিটি আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে সক্ষম হবে।
৫. মেধা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি SAT/ ACT ইত্যাদি পরীক্ষার তথ্য বিবেচনা করে।
এটি মেধা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এ পরীক্ষার ফলাফল জমা দেওয়া জরুরি। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২১-২২ সেশনের জন্য এটি জমা দেওয়া বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করেছে।
৬. এ ছাড়া ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার প্রমাণস্বরূপ EPT (English Proficiency Test), অর্থাৎ IELTS/TOEFL/DET (Duolingo English Test)-এর যেকোনো একটির ফলাফল জমা দিতে হয়।
বৃত্তির সুযোগ–সুবিধা
বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা বা ফুলরাইড বৃত্তি পেলে শিক্ষার্থীকে কোনো ধরনের খরচ বহন করতে হবে না। এই বৃত্তি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সম্পূর্ণ খরচ বহন করে, যার মধ্যে ৪ বছরের টিউশন ফি, থাকা-খাওয়ার জন্য ডর্ম বা হোস্টেলের ব্যবস্থা, পড়ালেখার জন্য বৈদেশিক সফর ও সেখানে থাকার খরচ, স্বাস্থ্যসেবা, বইপত্রের খরচ, এক বছরে সর্বোচ্চ দুবার নিজ দেশে আসা-যাওয়ার খরচ, এমনকি এর বাইরেও নানাবিধ খরচের সব দায়ভার বহন করে। এ ছাড়া ব্যক্তিগত খরচের জন্য আকর্ষণীয় পরিমাণের (প্রতি সেমিস্টারে ১১০০ ডলার) stipend বা ভাতা প্রদান করা হয়। সর্বশেষ কথা হলো, এই বৃত্তি পেলে শিক্ষার্থীর চার বছরে নিজের কোনো খরচের কথা চিন্তা করতে হবে না।
যেসব বিষয়ে পড়া যাবে
নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি ক্যাম্পাস একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। সেখানে একজন শিক্ষার্থী পছন্দমতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন এবং এ জন্য এক বছর পর্যন্ত সময় পান। এখানে বিজ্ঞান, মানবিক, ইঞ্জিনিয়ারিং ও সামাজিক বিজ্ঞান এ ৪টি অনুষদে মোট ২৫টি মেজর বিষয় রয়েছে, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের ৬টি শাখা (জেনারেল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, ও বায়োইঞ্জিনিয়ারিং) অন্তর্ভুক্ত। এ ছাড়া রয়েছে কোর কারিকুলাম, যা একজন শিক্ষার্থীকে নিজের বিষয়ের পাশাপাশি সব দিকে পারদর্শী হিসেবে গড়ে তোলে।নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আবেদন করার ৩টি সময়সীমা রয়েছে:
১) আর্লি ডিসিশন ১ - নভেম্বর ০১
২) আর্লি ডিসিশন ২ - জানুয়ারি ০১
৩) রেগুলার ডিসিশন - জানুয়ারি ০৫
এখানে যেহেতু বিশ্বের ১১৫টির বেশি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন, তাই বিদেশি সংস্কৃতি, রীতিনীতি, রাজনৈতিক মতাদর্শের প্রতি সম্মানজনক মনোভাব থাকতে হবে।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) হলো এমন একটি নথি, যা আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা ও গুণাবলির স্বীকৃতি প্রদান করে। এটি সাধারণত প্রার্থীর শিক্ষক, সুপারভাইজার বা মেন্টর লিখে থাকেন।
৮ ঘণ্টা আগেগাজীপুরের কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ মহিলা ডি
১৮ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজ ভার্স ২০২৪ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব।
২০ ঘণ্টা আগেঅতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
২১ ঘণ্টা আগে