বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিকসের শিল্পবিপ্লব শুরু হয়েছে। ফলে আমরা দেখছি সোফিয়ার মতো রোবট মানব এবং ওপেনএআইয়ের বিভিন্ন চমক। কিছুদিন আগেও বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা করেছে ‘অপরাজিতার’ মতো এআই মডেল। প্রযুক্তির এই জয়জয়কার অবস্থায় পিছিয়ে নেই আমাদের তরুণরাও। তাই স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীদের রোবটিকস শেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অ্যাডভান্স রোবটিকস রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা জিমি মজুমদার।
শিশুরা হলো গাছের চারার মতো। তাদের যেভাবে পরিচর্যা করা হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তাই পরিবার থেকেই শুরু করা যেতে পারে রোবটচর্চা, অর্থাৎ শিশুদের পরিবার থেকে রোবটিকসের ওপর আগ্রহ সৃষ্টি করা যেতে পারে। এ ক্ষেত্রে পিতা-মাতা এবং বড় ভাইবোনকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। পরিবারে শিশুদের দিতে হবে রোবটিকসের ধারণা। শিশুদের বোঝাতে হবে রোবটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব এবং ব্যবহার।
সৃজনশীল রোবটিকস-চর্চা
শিশুদের মন সরল আর প্রকৃতির মতো সুন্দর। তাদের সহজ-সরল ও মজার মাধ্যমে শেখানো খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের মজায় মজায় রোবটিকস শেখানো যেতে পারে। যেমন খেলাধুলা, গল্প শোনা, ছবি দেখানো বা সহজ পাজল সমাধান করার মাধ্যমে রোবটিকসের সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া যেতে পারে।
রোবটিকসের বই ও প্রকাশনা
জ্ঞান বিকাশে বইয়ের বিকল্প নেই। বই ও প্রকাশনাগুলো শিশুদের রোবটিকস বিষয়ে আগ্রহ এবং দক্ষ হতে সাহায্য করতে পারে। তবে বইগুলো বাছাই করার সময় অবশ্যই সহজ ভাষায় লেখা বই হতে হবে। শুরুতে জটিল এবং বড় কোনো সমস্যার সমাধানমূলক বই দেওয়া হলে তারা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। সহজ-সরল ও মজার মজার গল্প ও কাহিনির মাধ্যমে লেখা বইগুলো শিশুদের রোবটিকস শেখাতে সাহায্য করবে। এ ছাড়া সায়েন্স ফিকশন বই, ম্যাগাজিন, উদ্ভাবনী প্রবন্ধ, আইডিয়া কুইজসহ ছোট ছোট প্রোগ্রামিং সমাধানের বইয়ের মাধ্যমে শিশুদের রোবটিকস শিক্ষা দেওয়া যেতে পারে।
বিনোদনের মাধ্যমে রোবটিকস-চর্চা
শিশুরা বিনোদন, আমোদপ্রমোদ পছন্দ করে। তাদের মেধা বিকাশে বিনোদনের মাধ্যমগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিনোদনের মাধ্যমগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে রোবটিকসের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করা যেতে পারে। এ ক্ষেত্রে শিশুদের নিত্যনতুন রোবটিকসের ভিডিও, গেম, মুভি, অ্যানিমেশন দেখানো যেতে পারে এবং বাস্তবিক রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে।
হাতেকলমে রোবটিকস শেখানো
শিশুদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম হলো কারিগরি শিক্ষা। তাদের উদ্ভাবনী কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যাতে তারা রোবট তৈরি এবং প্রোগ্রামিং করতে পারে। লেগো মাইন্ডস্টর্মস, VEX IQ বা Makeblock এ ধরনের রোবট কিট বা উপকরণ ব্যবহার করুন, যা প্রোগ্রামিংয়ের জন্য নির্দেশনা সফটওয়্যারের সঙ্গেই আসে। এ ছাড়া আরডুইনো, রাস্পবেরি পাইসহ বিভিন্ন ডিভাইস, সেন্সর, মোটর ও সফটওয়্যারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। তবে এগুলো শিশুদের কাছে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। গুগল, ইউটিউব ও ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে দেখে দেখে খুব সহজ উপায়ে DIY প্রজেক্ট করা শেখানো যেতে পারে। এই যেমন একটি লাইট জ্বালানো, মোটর ঘোরানো, পাখা বানানো, গাড়ি বানানো ইত্যাদি।
রোবটিকস কমিউনিটিগুলোর সঙ্গে সম্পৃক্ত করা
রোবটিকস শেখানোর জন্য দেশি-বিদেশি বিভিন্ন সরকারি ও বেসরকারি রোবটিকস কমিউনিটি রয়েছে। শিশুদের এসব কমিউনিটি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে। এতে তাদের দক্ষতা এবং আগ্রহ আরও বাড়বে। তবে এসব কমিউনিটি ও প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে। কোর্স, কনটেন্ট ও শেখানোর ব্যবস্থা যেন শিশুদের উপযোগী হয়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। দলগত রোবটিকস কাজে উদ্বুদ্ধ করা রোবটিকস একটি সম্মিলিত ও বিস্তৃত বিষয়। শিশুদের দলগত কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে
রোবটিকস শেখানো যেতে পারে। দলগত কাজে তারা তাদের আগ্রহ অনুযায়ী মেধা বিকাশ করতে পারবে। গ্রুপ তৈরি করে ছোট ছোট কাজ ভাগাভাগি করে দারুণ সব প্রজেক্ট তৈরি করা শেখানো যেতে পারে। দলগত কাজে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধন, যোগাযোগ বৃদ্ধি পায়। পরে তারা বড় বড় সমস্যার সমাধান ও চ্যালেঞ্জ নিয়ে দেশি-বিদেশি প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারবে।
সৃজনশীল প্রকল্পের চর্চা
শিশুদের সৃজনশীল রোবটিকস প্রকল্প তৈরি করার উৎসাহ দিতে হবে। তাদের পছন্দমতো কাজ বা চ্যালেঞ্জের জন্য রোবট ডিজাইন এবং তৈরি করার পরিবেশ করে দিতে হবে। যেমন কারও ডিজাইন করতে ভালো লাগে, তাকে রোবট ডিজাইনে মনোনিবেশ করতে দিন। আবার কারও হয়তো নিজ হাতে কিছু বানাতে ভালো লাগে, তাকে সেই সুযোগ দিন। এটি তাদের রোবটিকসের প্রতি সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে। সক্রেটিস মেথড অবলম্বনে রোবটিকস শেখানোর বিভিন্ন প্রয়োগমূলক উপায় আছে। সক্রেটিস মেথডটি গ্রিক দার্শনিক সক্রেটিসের নামে নামকরণ করা হয়েছিল। তিনি এই শিক্ষামূলক পদ্ধতি ব্যবহার করেছিলেন। এই পদ্ধতিতে শিশুরা নিজেরাই কোনো বিষয়ের ওপর প্রশ্ন করবে এবং তারাই উত্তর খুঁজে ধারাবাহিকভাবে সে বিষয়টি পর্যালোচনা করে সমাধান করবে। এই পদ্ধতি অবলম্বন করে তাদের প্রশ্নোত্তরমূলক সংলাপের মাধ্যমে রোবটিকস শেখানো যেতে পারে। তাদের বেশি বেশি রোবটিকস সম্পর্কে জিজ্ঞাসা করার এবং তাদের অভিজ্ঞতা অনুশীলন করার সুব্যবস্থা করে দিতে হবে।
উৎসাহের মাধ্যমে রোবটিকস
একটি গাছকে বড় করতে যেমন পরিচর্যার প্রয়োজন, তেমনি শিশুদের মেধা ও মানবিকতা বিকাশের জন্য উৎসাহের প্রয়োজন। প্রতিটি শিশুর সাফল্যের জন্য তাদের উৎসাহ দিতে হবে। শিশুদের বিজ্ঞান মেলা, বইমেলা, রোবটিকস প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতায় যেতে হবে। ছোট-বড় সাফল্যের উদ্যাপন করুন। শুধু সাফল্যে উদ্যাপন করলে হবে না; বরং তাদের ব্যর্থতা থেকে উৎসাহ দিতে হবে। ইতিবাচক প্রশংসা এবং উৎসাহ তাদের শিক্ষা ও রোবটিকসে আগ্রহ প্রকাশ করতে পারে।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিকসের শিল্পবিপ্লব শুরু হয়েছে। ফলে আমরা দেখছি সোফিয়ার মতো রোবট মানব এবং ওপেনএআইয়ের বিভিন্ন চমক। কিছুদিন আগেও বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা করেছে ‘অপরাজিতার’ মতো এআই মডেল। প্রযুক্তির এই জয়জয়কার অবস্থায় পিছিয়ে নেই আমাদের তরুণরাও। তাই স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীদের রোবটিকস শেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অ্যাডভান্স রোবটিকস রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা জিমি মজুমদার।
শিশুরা হলো গাছের চারার মতো। তাদের যেভাবে পরিচর্যা করা হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। তাই পরিবার থেকেই শুরু করা যেতে পারে রোবটচর্চা, অর্থাৎ শিশুদের পরিবার থেকে রোবটিকসের ওপর আগ্রহ সৃষ্টি করা যেতে পারে। এ ক্ষেত্রে পিতা-মাতা এবং বড় ভাইবোনকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। পরিবারে শিশুদের দিতে হবে রোবটিকসের ধারণা। শিশুদের বোঝাতে হবে রোবটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব এবং ব্যবহার।
সৃজনশীল রোবটিকস-চর্চা
শিশুদের মন সরল আর প্রকৃতির মতো সুন্দর। তাদের সহজ-সরল ও মজার মাধ্যমে শেখানো খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের মজায় মজায় রোবটিকস শেখানো যেতে পারে। যেমন খেলাধুলা, গল্প শোনা, ছবি দেখানো বা সহজ পাজল সমাধান করার মাধ্যমে রোবটিকসের সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া যেতে পারে।
রোবটিকসের বই ও প্রকাশনা
জ্ঞান বিকাশে বইয়ের বিকল্প নেই। বই ও প্রকাশনাগুলো শিশুদের রোবটিকস বিষয়ে আগ্রহ এবং দক্ষ হতে সাহায্য করতে পারে। তবে বইগুলো বাছাই করার সময় অবশ্যই সহজ ভাষায় লেখা বই হতে হবে। শুরুতে জটিল এবং বড় কোনো সমস্যার সমাধানমূলক বই দেওয়া হলে তারা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। সহজ-সরল ও মজার মজার গল্প ও কাহিনির মাধ্যমে লেখা বইগুলো শিশুদের রোবটিকস শেখাতে সাহায্য করবে। এ ছাড়া সায়েন্স ফিকশন বই, ম্যাগাজিন, উদ্ভাবনী প্রবন্ধ, আইডিয়া কুইজসহ ছোট ছোট প্রোগ্রামিং সমাধানের বইয়ের মাধ্যমে শিশুদের রোবটিকস শিক্ষা দেওয়া যেতে পারে।
বিনোদনের মাধ্যমে রোবটিকস-চর্চা
শিশুরা বিনোদন, আমোদপ্রমোদ পছন্দ করে। তাদের মেধা বিকাশে বিনোদনের মাধ্যমগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিনোদনের মাধ্যমগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে রোবটিকসের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করা যেতে পারে। এ ক্ষেত্রে শিশুদের নিত্যনতুন রোবটিকসের ভিডিও, গেম, মুভি, অ্যানিমেশন দেখানো যেতে পারে এবং বাস্তবিক রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে।
হাতেকলমে রোবটিকস শেখানো
শিশুদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম হলো কারিগরি শিক্ষা। তাদের উদ্ভাবনী কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যাতে তারা রোবট তৈরি এবং প্রোগ্রামিং করতে পারে। লেগো মাইন্ডস্টর্মস, VEX IQ বা Makeblock এ ধরনের রোবট কিট বা উপকরণ ব্যবহার করুন, যা প্রোগ্রামিংয়ের জন্য নির্দেশনা সফটওয়্যারের সঙ্গেই আসে। এ ছাড়া আরডুইনো, রাস্পবেরি পাইসহ বিভিন্ন ডিভাইস, সেন্সর, মোটর ও সফটওয়্যারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। তবে এগুলো শিশুদের কাছে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। গুগল, ইউটিউব ও ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে দেখে দেখে খুব সহজ উপায়ে DIY প্রজেক্ট করা শেখানো যেতে পারে। এই যেমন একটি লাইট জ্বালানো, মোটর ঘোরানো, পাখা বানানো, গাড়ি বানানো ইত্যাদি।
রোবটিকস কমিউনিটিগুলোর সঙ্গে সম্পৃক্ত করা
রোবটিকস শেখানোর জন্য দেশি-বিদেশি বিভিন্ন সরকারি ও বেসরকারি রোবটিকস কমিউনিটি রয়েছে। শিশুদের এসব কমিউনিটি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা যেতে পারে। এতে তাদের দক্ষতা এবং আগ্রহ আরও বাড়বে। তবে এসব কমিউনিটি ও প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে। কোর্স, কনটেন্ট ও শেখানোর ব্যবস্থা যেন শিশুদের উপযোগী হয়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। দলগত রোবটিকস কাজে উদ্বুদ্ধ করা রোবটিকস একটি সম্মিলিত ও বিস্তৃত বিষয়। শিশুদের দলগত কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে
রোবটিকস শেখানো যেতে পারে। দলগত কাজে তারা তাদের আগ্রহ অনুযায়ী মেধা বিকাশ করতে পারবে। গ্রুপ তৈরি করে ছোট ছোট কাজ ভাগাভাগি করে দারুণ সব প্রজেক্ট তৈরি করা শেখানো যেতে পারে। দলগত কাজে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধন, যোগাযোগ বৃদ্ধি পায়। পরে তারা বড় বড় সমস্যার সমাধান ও চ্যালেঞ্জ নিয়ে দেশি-বিদেশি প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারবে।
সৃজনশীল প্রকল্পের চর্চা
শিশুদের সৃজনশীল রোবটিকস প্রকল্প তৈরি করার উৎসাহ দিতে হবে। তাদের পছন্দমতো কাজ বা চ্যালেঞ্জের জন্য রোবট ডিজাইন এবং তৈরি করার পরিবেশ করে দিতে হবে। যেমন কারও ডিজাইন করতে ভালো লাগে, তাকে রোবট ডিজাইনে মনোনিবেশ করতে দিন। আবার কারও হয়তো নিজ হাতে কিছু বানাতে ভালো লাগে, তাকে সেই সুযোগ দিন। এটি তাদের রোবটিকসের প্রতি সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে। সক্রেটিস মেথড অবলম্বনে রোবটিকস শেখানোর বিভিন্ন প্রয়োগমূলক উপায় আছে। সক্রেটিস মেথডটি গ্রিক দার্শনিক সক্রেটিসের নামে নামকরণ করা হয়েছিল। তিনি এই শিক্ষামূলক পদ্ধতি ব্যবহার করেছিলেন। এই পদ্ধতিতে শিশুরা নিজেরাই কোনো বিষয়ের ওপর প্রশ্ন করবে এবং তারাই উত্তর খুঁজে ধারাবাহিকভাবে সে বিষয়টি পর্যালোচনা করে সমাধান করবে। এই পদ্ধতি অবলম্বন করে তাদের প্রশ্নোত্তরমূলক সংলাপের মাধ্যমে রোবটিকস শেখানো যেতে পারে। তাদের বেশি বেশি রোবটিকস সম্পর্কে জিজ্ঞাসা করার এবং তাদের অভিজ্ঞতা অনুশীলন করার সুব্যবস্থা করে দিতে হবে।
উৎসাহের মাধ্যমে রোবটিকস
একটি গাছকে বড় করতে যেমন পরিচর্যার প্রয়োজন, তেমনি শিশুদের মেধা ও মানবিকতা বিকাশের জন্য উৎসাহের প্রয়োজন। প্রতিটি শিশুর সাফল্যের জন্য তাদের উৎসাহ দিতে হবে। শিশুদের বিজ্ঞান মেলা, বইমেলা, রোবটিকস প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতায় যেতে হবে। ছোট-বড় সাফল্যের উদ্যাপন করুন। শুধু সাফল্যে উদ্যাপন করলে হবে না; বরং তাদের ব্যর্থতা থেকে উৎসাহ দিতে হবে। ইতিবাচক প্রশংসা এবং উৎসাহ তাদের শিক্ষা ও রোবটিকসে আগ্রহ প্রকাশ করতে পারে।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী। এই দাবি পূরণ না হলে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এ বিষয়ে শিক্ষা বোর্ড বলছে, এসএসসি পরীক্ষা শুরুর সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। তাই পরীক্ষা পেছানোর কথা ‘চিন্তাই করছে না’ শিক্ষা বোর্ডগুলো।
১০ ঘণ্টা আগেদ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে পিএইচডি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) করছেন ইঞ্জিনিয়ার মো. রহিম উদ্দিন। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত।
১৮ ঘণ্টা আগেঅনেক সময় কাছাকাছি শব্দ দিয়ে, একই শব্দের পুনরাবৃত্তি ঘটিয়ে কিংবা একাধিক বিষয় তালিকাভুক্তির মাধ্যমে কিছু বিষয়ের অবতারণা করা হয়। একই আকার-আকৃতিতে অভিন্ন কাঠামোগত ব্যাকরণে গঠিত বাক্যে শব্দগুলো (ফ্রেজ, ক্লজ) অনেক সময় একই মাত্রার গুরুত্ব বহন করে। তখন তারা হয়ে ওঠে প্যারালাল স্ট্রাকচার।
১ দিন আগেসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ আলী। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় একটি স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে মাস্টার্সের জন্য নির্বাচিত হয়েছেন।
৩ দিন আগে