অনলাইন ডেস্ক
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি। ‘কৃষ ফোর’ হবে তাঁর শেষ পরিচালনার সিনেমা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’
রাকেশ রোশন এ-ও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’
অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।
রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি। ‘কৃষ ফোর’ হবে তাঁর শেষ পরিচালনার সিনেমা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’
রাকেশ রোশন এ-ও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’
অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।
রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।
নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে তথ্যচিত্রটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী।
৮ ঘণ্টা আগেগানের ফাঁকে পানি খাওয়ার জন্য কয়েক মুহূর্তের বিরতি নিয়েছেন আয়ুষ্মান। এমন সময় হঠাৎ এক ভক্ত ডলারের বান্ডিল ছুড়ে দেন গায়কের দিকে। ঘটনার আকস্মিকতায় হতবাক আয়ুষ্মান।
৮ ঘণ্টা আগেপেট কাটা ষ-এর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় দেখা যাবে। গল্পগুলোতে অতিপ্রাকৃত ও মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে।
৮ ঘণ্টা আগেহলে গেলে দর্শকেরা সিনেমা দেখা বাদ দিয়ে নাকি তাঁর দিকে তাকিয়ে থাকে! সিনেমা মুক্তির পর হলে না যাওয়ার কারণ হিসেবে এমনটাই জানালেন চিত্রনায়ক শাকিব খান।
৮ ঘণ্টা আগে