হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে গেছে। সিনেমা বানানোর আগে নিতে হয় তাঁর পরিবার থেকে অনুমতি। সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। শেষ পর্যন্ত অনুদানের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।
নির্মাতা জানান, অনুদানের জন্য জমা দেওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবেই হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই সিনেমাটি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।
সিনেমাটি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর যে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প থেকে লোভ সিনেমাটি নির্মাণ করব। আমরা চেষ্টা করব এই সিনেমা দিয়ে বিশ্ব সিনেমার অংশ হতে। এই চলচ্চিত্রে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে সেই ক্ল্যাসিক ক্যাথারসিস টার্ম কে হলে দারুণভাবে এক্সপেরিয়েন্স করবে।’
এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বানানোর জন্য অনুদান দেওয়া হয়েছে সরকারি অনুদান। ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৪টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। সাধারণ শাখায় ১৪টি সিনেমার প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর শিশুতোষ এবং প্রামাণ্যচিত্র শাখায় বাকি ৪টি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে।
হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে গেছে। সিনেমা বানানোর আগে নিতে হয় তাঁর পরিবার থেকে অনুমতি। সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। শেষ পর্যন্ত অনুদানের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।
নির্মাতা জানান, অনুদানের জন্য জমা দেওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবেই হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই সিনেমাটি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।
সিনেমাটি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর যে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প থেকে লোভ সিনেমাটি নির্মাণ করব। আমরা চেষ্টা করব এই সিনেমা দিয়ে বিশ্ব সিনেমার অংশ হতে। এই চলচ্চিত্রে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে সেই ক্ল্যাসিক ক্যাথারসিস টার্ম কে হলে দারুণভাবে এক্সপেরিয়েন্স করবে।’
এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বানানোর জন্য অনুদান দেওয়া হয়েছে সরকারি অনুদান। ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৪টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। সাধারণ শাখায় ১৪টি সিনেমার প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর শিশুতোষ এবং প্রামাণ্যচিত্র শাখায় বাকি ৪টি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু।
১ দিন আগেফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে আয়োজক সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক বিবৃতিতে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন।
১ দিন আগে‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি হবেন সুপারহিরো।
১ দিন আগে‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা।
১ দিন আগে