Ajker Patrika

হুমায়ূন আহমেদের গল্পে সঞ্জয় সমদ্দারের সিনেমা

আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬: ১০
হুমায়ূন আহমেদের গল্পে সঞ্জয় সমদ্দারের সিনেমা

হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে গেছে। সিনেমা বানানোর আগে নিতে হয় তাঁর পরিবার থেকে অনুমতি। সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। শেষ পর্যন্ত অনুদানের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।

নির্মাতা জানান, অনুদানের জন্য জমা দেওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবেই হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই সিনেমাটি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।

সিনেমাটি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর যে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প থেকে লোভ সিনেমাটি নির্মাণ করব। আমরা চেষ্টা করব এই সিনেমা দিয়ে বিশ্ব সিনেমার অংশ হতে। এই চলচ্চিত্রে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে সেই ক্ল্যাসিক ক্যাথারসিস টার্ম কে হলে দারুণভাবে এক্সপেরিয়েন্স করবে।’

এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বানানোর জন্য অনুদান দেওয়া হয়েছে সরকারি অনুদান। ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৪টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। সাধারণ শাখায় ১৪টি সিনেমার প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর শিশুতোষ এবং প্রামাণ্যচিত্র শাখায় বাকি ৪টি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত