বিনোদন ডেস্ক
অস্কারজয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। পার্শ্ব অভিনেতা হিসেবে ব্র্যাড পিট ও প্রোডাকশন ডিজাইন বিভাগে জিতেছিল দুটি অস্কার। ছয় বছর পর সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এল।
ভ্যারাইটি জানিয়েছে, প্রথম পর্বটি কোয়েন্টিন টারান্টিনো পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে তিনি থাকছেন না। তাঁর বদলে সিনেমাটি বানাবেন ডেভিড ফিঞ্চার। শুধু চিত্রনাট্যকার হিসেবে এ প্রজেক্টে থাকবে টারান্টিনোর নাম। স্ট্যান্টম্যান চরিত্র ক্লিফ বুথ হিসেবে দ্বিতীয় পর্বে ফিরছেন ব্র্যাড পিট। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে তিনি এ চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার। তবে সিনেমাটিতে আরও দুই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও মার্গো রবি ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েলকে বলা হচ্ছে এই সময়ের অন্যতম ‘ইউনিক প্রোডাকশন’। এক হাই প্রোফাইল পরিচালক আরেক হাই প্রোফাইল পরিচালকের সিনেমাটি বানাচ্ছেন, শুধু এ কারণে নয়। পরিচালক ও অভিনয়শিল্পীর পাশাপাশি বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রচারের মাধ্যমও। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। তবে পরিচালক কোয়েন্টিন টারান্টিনো সিনেমাটির স্বত্ব নিজের কাছেই রেখে দিয়েছিলেন। সনির ঘর থেকে সিকুয়েলটি বের করে তিনি নিয়ে গেছেন নেটফ্লিক্সে। এই ওটিটি জায়ান্ট প্রযোজনা করবে সিনেমাটি, প্রচারও করবে। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটিতে।
এই ঘোষণা এমন সময় এল, যখন কোয়েন্টিন টারান্টিনো তাঁর দশম এবং সর্বশেষ সিনেমার গল্প খুঁজে বেড়াচ্ছেন। দশম সিনেমা হিসেবে এর আগে তিনি বেছে নিয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’কে। অভিনেতা হিসেবে ব্র্যাড পিটকে নেওয়ার কথা ছিল। পরে এ প্রজেক্ট বাতিল করে দেন টারান্টিনো। ধারণা করা হচ্ছে, সেই চিত্রনাট্যেই ডেভিড ফিঞ্চার তৈরি করবেন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েল। গল্পটি সত্তরের দশকের, এতে পিট অভিনয় করবেন একজন সিনে সমালোচকের চরিত্রে, যে পর্নো ম্যাগাজিনের জন্য লেখালেখি করে।
অনেক বছর পর এ সিনেমা দিয়ে আবার এক হচ্ছেন অভিনেতা ব্র্যাড পিট ও পরিচালক ডেভিড ফিঞ্চার। এর আগে তাঁরা একত্রে ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ ও অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমায় কাজ করেছেন।
অস্কারজয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর আলোচিত সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। পার্শ্ব অভিনেতা হিসেবে ব্র্যাড পিট ও প্রোডাকশন ডিজাইন বিভাগে জিতেছিল দুটি অস্কার। ছয় বছর পর সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এল।
ভ্যারাইটি জানিয়েছে, প্রথম পর্বটি কোয়েন্টিন টারান্টিনো পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে তিনি থাকছেন না। তাঁর বদলে সিনেমাটি বানাবেন ডেভিড ফিঞ্চার। শুধু চিত্রনাট্যকার হিসেবে এ প্রজেক্টে থাকবে টারান্টিনোর নাম। স্ট্যান্টম্যান চরিত্র ক্লিফ বুথ হিসেবে দ্বিতীয় পর্বে ফিরছেন ব্র্যাড পিট। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডে তিনি এ চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার। তবে সিনেমাটিতে আরও দুই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও মার্গো রবি ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েলকে বলা হচ্ছে এই সময়ের অন্যতম ‘ইউনিক প্রোডাকশন’। এক হাই প্রোফাইল পরিচালক আরেক হাই প্রোফাইল পরিচালকের সিনেমাটি বানাচ্ছেন, শুধু এ কারণে নয়। পরিচালক ও অভিনয়শিল্পীর পাশাপাশি বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রচারের মাধ্যমও। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। তবে পরিচালক কোয়েন্টিন টারান্টিনো সিনেমাটির স্বত্ব নিজের কাছেই রেখে দিয়েছিলেন। সনির ঘর থেকে সিকুয়েলটি বের করে তিনি নিয়ে গেছেন নেটফ্লিক্সে। এই ওটিটি জায়ান্ট প্রযোজনা করবে সিনেমাটি, প্রচারও করবে। অর্থাৎ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটিতে।
এই ঘোষণা এমন সময় এল, যখন কোয়েন্টিন টারান্টিনো তাঁর দশম এবং সর্বশেষ সিনেমার গল্প খুঁজে বেড়াচ্ছেন। দশম সিনেমা হিসেবে এর আগে তিনি বেছে নিয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’কে। অভিনেতা হিসেবে ব্র্যাড পিটকে নেওয়ার কথা ছিল। পরে এ প্রজেক্ট বাতিল করে দেন টারান্টিনো। ধারণা করা হচ্ছে, সেই চিত্রনাট্যেই ডেভিড ফিঞ্চার তৈরি করবেন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সিকুয়েল। গল্পটি সত্তরের দশকের, এতে পিট অভিনয় করবেন একজন সিনে সমালোচকের চরিত্রে, যে পর্নো ম্যাগাজিনের জন্য লেখালেখি করে।
অনেক বছর পর এ সিনেমা দিয়ে আবার এক হচ্ছেন অভিনেতা ব্র্যাড পিট ও পরিচালক ডেভিড ফিঞ্চার। এর আগে তাঁরা একত্রে ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ ও অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ সিনেমায় কাজ করেছেন।
সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ।
৭ ঘণ্টা আগেভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
১৩ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
১৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
২ দিন আগে