গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। মহাপরিচালক হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এক অভিযোগ—নারীদের বোরকা পরা নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ‘২০২৪ সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে?’ অনেকেই আবার বলছেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে।
কী বলেছিলেন তিনি আসলে? জানা যায়, ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’-এর ব্যানারে গত শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় সৈয়দ জামিল আহমেদ সবার মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন। এই দেশ যেন বহুমতের মানুষের হয়, সেই প্রত্যাশা তুলে ধরেন। সভায় সৈয়দ জামিল বলেন, ‘হাজার মালভূমির দেশ হোক এটা। এক দেশ, এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন নেতা, তার পেছনে সবাই না দাঁড়িয়ে—হাজার মালভূমি থেকে হাজার রকম কথা হোক।… শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইব সেখানে জামায়াত যেন আসে, এ জন্য যে বলুক না জামায়াত—কেন ২০২৪ সালেও মেয়েদের বোরকা পরতে হবে? তারা আমাদের কনভিন্সড করবে যে কেন ২০২৪ সালে শরীয়তি রাষ্ট্রব্যবস্থা দরকার? কোরআনে তো আমাদের দৃষ্টিকে সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টিকে সংযত করি, তাহলে নারীকে কেন মাথায় বোরকা দিতে হবে।’
অনলাইনে নিজের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘পুরো বক্তব্য যারা শোনেননি, তাঁরা একটা প্রশ্নকে বাণী বানিয়েছেন। বিষয়টা ছিল আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, যেখানে সবাই স বরকম মতপ্রকাশ করতে পারবেন। ওই প্রেক্ষাপটে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, দৃষ্টিসংযত রাখলেও কেন বোরকা পরতে হবে? যুক্তি শুনতে চেয়েছি। এখন সেই যুক্তি শুনে যদি আমি কনভিন্স হই, আমি মানব এবং যদি না কনভিন্স হই, তাহলে ভিন্ন কথা ববো। আমাদের সবারই বলার অধিকার আছে তো!’
উদাহরণ টেনে জামিল আহমেদ বলেন, ‘বাংলাদেশে না হয় পারলেন; কিন্তু আমেরিকা-ভেনিজুয়েলা বা ইংল্যান্ডের সবাইকে কি সাদা বা কালো বোরকা পরিয়ে দেওয়া সম্ভব? যদি সম্ভব না হয়, সে ক্ষেত্রে কী হবে? সেটাই আমি জানতে চাই, এ রকম সংলাপ আমি চাই বাংলাদেশে হোক। সে জায়গা থেকেই আমি শুধু জানতে চেয়েছি, কেন বোরকা পরতে হবে? আমি একবারও বলিনি নারীরা বোরকা পরতে পারবেন না! আমি শুধু একটা প্রশ্ন করেছি, কোনো সিদ্ধান্ত দিইনি। আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার মানুষই না।… কেউ যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় বোরকা পরবে, সে পরবে। কারও ইচ্ছে না হলে পরবে না। কারও ইচ্ছে হলে অন্য কিছু পরবে। এটা আমার বক্তব্য।’
গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। মহাপরিচালক হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এক অভিযোগ—নারীদের বোরকা পরা নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ‘২০২৪ সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে?’ অনেকেই আবার বলছেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে।
কী বলেছিলেন তিনি আসলে? জানা যায়, ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’-এর ব্যানারে গত শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় সৈয়দ জামিল আহমেদ সবার মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন। এই দেশ যেন বহুমতের মানুষের হয়, সেই প্রত্যাশা তুলে ধরেন। সভায় সৈয়দ জামিল বলেন, ‘হাজার মালভূমির দেশ হোক এটা। এক দেশ, এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন নেতা, তার পেছনে সবাই না দাঁড়িয়ে—হাজার মালভূমি থেকে হাজার রকম কথা হোক।… শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইব সেখানে জামায়াত যেন আসে, এ জন্য যে বলুক না জামায়াত—কেন ২০২৪ সালেও মেয়েদের বোরকা পরতে হবে? তারা আমাদের কনভিন্সড করবে যে কেন ২০২৪ সালে শরীয়তি রাষ্ট্রব্যবস্থা দরকার? কোরআনে তো আমাদের দৃষ্টিকে সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টিকে সংযত করি, তাহলে নারীকে কেন মাথায় বোরকা দিতে হবে।’
অনলাইনে নিজের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘পুরো বক্তব্য যারা শোনেননি, তাঁরা একটা প্রশ্নকে বাণী বানিয়েছেন। বিষয়টা ছিল আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, যেখানে সবাই স বরকম মতপ্রকাশ করতে পারবেন। ওই প্রেক্ষাপটে আমি উদাহরণ দিয়ে বলছিলাম, আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, দৃষ্টিসংযত রাখলেও কেন বোরকা পরতে হবে? যুক্তি শুনতে চেয়েছি। এখন সেই যুক্তি শুনে যদি আমি কনভিন্স হই, আমি মানব এবং যদি না কনভিন্স হই, তাহলে ভিন্ন কথা ববো। আমাদের সবারই বলার অধিকার আছে তো!’
উদাহরণ টেনে জামিল আহমেদ বলেন, ‘বাংলাদেশে না হয় পারলেন; কিন্তু আমেরিকা-ভেনিজুয়েলা বা ইংল্যান্ডের সবাইকে কি সাদা বা কালো বোরকা পরিয়ে দেওয়া সম্ভব? যদি সম্ভব না হয়, সে ক্ষেত্রে কী হবে? সেটাই আমি জানতে চাই, এ রকম সংলাপ আমি চাই বাংলাদেশে হোক। সে জায়গা থেকেই আমি শুধু জানতে চেয়েছি, কেন বোরকা পরতে হবে? আমি একবারও বলিনি নারীরা বোরকা পরতে পারবেন না! আমি শুধু একটা প্রশ্ন করেছি, কোনো সিদ্ধান্ত দিইনি। আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার মানুষই না।… কেউ যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় বোরকা পরবে, সে পরবে। কারও ইচ্ছে না হলে পরবে না। কারও ইচ্ছে হলে অন্য কিছু পরবে। এটা আমার বক্তব্য।’
সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ।
৭ ঘণ্টা আগেভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
১৩ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
১৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
২ দিন আগে