ফিরে দেখা ২০২৪ /সিনেমার আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯: ২২
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১: ৪১
Thumbnail image
নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজ নূর ইমরান। ছবি: সংগৃহীত

সার্টিফিকেশন বোর্ড গঠন
চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সার্টিফিকেশন বোর্ড চালুর দাবি করে আসছিলেন। অবশেষে সেপ্টেম্বরে সেন্সর বোর্ড বিলুপ্ত ঘোষণা করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

আরিফিন শুভ। ছবি: সংগৃহীত
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

আরিফিন শুভর প্লট বাতিল
বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। তবে নিশ্চুপ ছিলেন শুভ। অন্যদিকে, বেশ কয়েক বছর আগে শেখ হাসিনাকে মা ডেকে চিঠি লিখে প্লট চাওয়ায় এ বছর নতুন করে সমালোচিত হয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম হয়।

নায়িকা-নির্মাতার থাপ্পড়কাণ্ড
কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমা নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। পরিচালকের বিরুদ্ধে সিনেমা নির্মাণ, প্রচার, কলাকুশলীদের টাকা না দেওয়াসহ নানা বিষয়ে অভিযোগ তোলেন ববি। এ নিয়ে দুজনের বাগ্‌বিতণ্ডা হয়। পরিচালকের গায়ে নায়িকার হাত তোলার খবরও ছড়িয়ে পড়ে।

অপু বিশ্বাস ও বুবলী। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস ও বুবলী। ছবি: সংগৃহীত

অপু-বুবলীর দ্বন্দ্ব
এ বছরও অব্যাহত ছিল অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল বাগ্‌যুদ্ধ। শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা, শাকিবের বাসায় যাওয়া, একে অন্যকে ছোট করে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন দুজনেই। বছরের শেষেও তাঁরা একে অন্যকে ‘মূর্খ’ বলে শিরোনাম হয়েছেন।

আলোচনায় শিল্পী সমিতি
২০২৪-২৬ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ পরাজিত হন মনোয়ার হোসেন ডিপজলের কাছে। ফল ঘোষণার সময় ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নিলে অনেকেই মনে করেছিলেন শেষ হলো চেয়ারের যুদ্ধ। তবে এক মাস না পেরোতেই পুরোনো রূপে ফেরেন নিপুণ। তাঁর করা রিটে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ডিপজল ও নিপুণ মেতে ওঠেন একে অপরের সমালোচনায়।

ভিসা জটিলতা
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। রাজনৈতিক টানাপোড়েন আর ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন দুই বাংলার শিল্পীরা। অনেক সিনেমার কাজ স্থগিত হয়েছে, কেউ বাদ পড়ছেন, কেউ আবার নির্ধারিত সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন। বেশ কিছু সিনেমার ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় রয়েছেন নির্মাতারা।

স্বাগতাকে আইনি নোটিশ
বিয়ের বছরখানেক পর সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ে করেছেন তাঁরা। এমন বক্তব্যের পর ২৮ ডিসেম্বর আরিফুল খবির নামের এক ব্যক্তি হাইকোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন স্বাগতাকে। সাত দিনের মধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিশে।

ববি। ছবি: সংগৃহীত
ববি। ছবি: সংগৃহীত

বিয়ে হলো যাঁদের
২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন মৌসুমী হামিদ, জিনাত শানু স্বাগতা, ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজ নূর ইমরান, অর্চিতা স্পর্শিয়া, সালহা খানম নাদিয়া, তানজিকা আমিন, সাবরিনা সুলতানা কেয়া, রুকাইয়া জাহান চমক, শিরিন শিলা, তামিম মৃধা, শারমিন জোহা শশী ও প্রিয়ন্তী উর্বী।

বিচ্ছেদ হলো যাঁদের
বিয়ের খবরের পাশাপাশি সংসার ভাঙারও খবর শোনা গেছে বছরের নানা সময়ে। বছরের শুরুর দিকে সংসার ভাঙার খবর দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন এ নায়িকা। এ সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে তাঁদের। বছরের মাঝামাঝি সময়ে অভিনেতা আরিফিন শুভ স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরিফিন শুভ। সেপ্টেম্বরে সংযুক্তা মিশুর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানান নির্মাতা দীপংকর দীপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

ভিসা ও ইকামার ফি বাড়াল সৌদি আরব

ময়মনসিংহের ডিআইজির সঙ্গে সমন্বয়কদের এক পক্ষের দ্বন্দ্ব, নেপথ্যে কী

কানাডার স্পনসর ভিসা স্থগিত, বাবা–মা ও দাদা–দাদি নেওয়া যাবে না

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত