বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের পড়ন্ত সময়ে একজন ক্রিকেটার। নাটকীয়ভাবে তাঁর খেলায় ফিরে আসার গল্প নিয়ে সিনেমা ‘জার্সি’। তেলুগু এ সিনেমার নায়ক ন্যানি। ‘জার্সি’র বলিউড রিমেকে নায়ক হবেন শহিদ কাপুর। এর আগে তিনি তেলুগু ‘অর্জুন রেড্ডি’র রিমেক ‘কবির সিং’য়ে বাজিমাত করেছিলেন। ‘জার্সি’র হিন্দি রূপ বানাবেন গৌতম তিনানুরি। তেলুগু ‘জার্সি’ও তাঁর বানানো। এতে শহিদ কাপুরের সঙ্গে আরো থাকবেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর।
এ বছর তুমুল আলোড়ন তুলেছিল তামিল সিনেমা ‘মাস্টার’। বিজয় থালাপতি ও বিজয় সেতুপতি অভিনয় করেছেন এতে। সিনেমায় তাঁরা দুজন মুখোমুখি অবস্থানে। ‘মাস্টার’ এ বিজয় থালাপতি কলেজের অধ্যাপক। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর খুবই মধুর সম্পর্ক। অন্যদিকে এ শিক্ষার্থীদেরকে নিয়েই অপরাধ কর্মকাণ্ড চালায় বিজয় সেতুপতি। সিনেমাটি বানিয়েছেন লোকেশ কনগরাজ। হিন্দি রিমেকে অভিনয় করবেন সালমান খান। অন্য চরিত্রটি কে করবে, সেটা এখনো জানা যায়নি।
বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত তেলুগু সিনেমা ‘ডিয়ার কমরেড’। বানিয়েছেন ভরত কাম্মা। রগচটা বামপন্থী যুবক বিজয় নারী ক্রিকেটার রাশমিকার প্রেমে পড়ে। রোমান্টিক ঘরানার এ সিনেমার স্বত্ব কিনেছেন করণ জোহর। বিজয় দেবারাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হয়েছিল হিন্দি ‘ডিয়ার কমরেড’ এ অভিনয়ের জন্য। কিন্তু তিনি রাজি হননি। সিনেমাটির জন্য অভিনয়শিল্পী খুঁজছেন করণ জোহর।
কাইথি এক দাগি আসামি। অনেকদিন পালিয়ে থাকার পর মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে কাইথি। কিন্তু মেয়েকে এক নজর দেখার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ‘কাইথি’ সিনেমাটি অ্যাকশন থ্রিলার ঘরানার। বানিয়েছেন লোকেশ কানাগারাজ। মূল চরিত্রে আছেন কার্থি। হিন্দি ‘কাইথি’তে থাকবেন অজয় দেবগন ও ক্যাটরিনা কাইফ। একই নামে রিমেক হচ্ছে সিনেমাটি।
তামিল সিনেমা ‘থাডাম’। বানিয়েছেন মাগিজ থিরুমানি। মূল চরিত্রে আছেন তামিল নায়ক অরুণ বিজয়। সিনেমার গল্পে দেখা যায়, খুন হয় এক তরুণ। কিন্তু কে খুনি, কোনোভাবে খুঁজে বের করতে পারছে না পুলিশ। একজনকে পাওয়া যায়, যাকে সন্দেহের তালিকায় রেখে চলে তদন্ত। কিন্তু একপর্যায়ে জানা যায়, সেও খুনি নয়। তাহলে কে খুনি? এ রহস্য জিইয়ে রাখা হয়েছে সিনেমার শেষ পর্যন্ত। হিন্দি ‘থাডাম’ এ নায়ক হওয়ার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার। পরবর্তীতে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আদিত্য রায় কাপুর।
রোমান্টিক ঘরানার তেলুগু সিনেমা ‘আরএক্স ১০০’। বানিয়েছেন অজয় ভুপাথি। অভিনয় করেছেন কার্তিকেয়া গুমাকোন্ডা ও পায়েল রাজপুত। বলিউডে সিনেমাটি রিমেক হবে ‘তাড়াপ’ নামে। সুনীল শেঠির ছেলে আহান শেঠি ও তারা সুতারিয়াকে দেখা যাবে কেন্দ্রীয় চরিতে। বানাবেন মিলান লুথারিয়া। এ বছরের ২৪ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে।
তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’র মূল চরিত্রে আছেন নয়নতারা। তাঁর চরিত্রের নাম কোকিলা। ধনী হওয়ার খুব ইচ্ছা কোকিলার। এ উদ্দেশ্যে সে যোগ দেয় মাদক পাচারকারীদের সঙ্গে। অপরাধে মোড়া ‘কোলামাভু কোকিলা’ খানিকটা কমেডি ঘরানার সিনেমা। বানিয়েছেন নেলসন দীলিপকুমার। হিন্দি রিমেকে নাম রাখা হয়েছে ‘গুড লাক জেরি’। জাহ্নবী কাপুরকে দেখা যাবে নয়নতারার জায়গায়। হিন্দি রিমেক বানাবেন সিদ্ধার্থ সেনগুপ্ত।
ক্যারিয়ারের পড়ন্ত সময়ে একজন ক্রিকেটার। নাটকীয়ভাবে তাঁর খেলায় ফিরে আসার গল্প নিয়ে সিনেমা ‘জার্সি’। তেলুগু এ সিনেমার নায়ক ন্যানি। ‘জার্সি’র বলিউড রিমেকে নায়ক হবেন শহিদ কাপুর। এর আগে তিনি তেলুগু ‘অর্জুন রেড্ডি’র রিমেক ‘কবির সিং’য়ে বাজিমাত করেছিলেন। ‘জার্সি’র হিন্দি রূপ বানাবেন গৌতম তিনানুরি। তেলুগু ‘জার্সি’ও তাঁর বানানো। এতে শহিদ কাপুরের সঙ্গে আরো থাকবেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর।
এ বছর তুমুল আলোড়ন তুলেছিল তামিল সিনেমা ‘মাস্টার’। বিজয় থালাপতি ও বিজয় সেতুপতি অভিনয় করেছেন এতে। সিনেমায় তাঁরা দুজন মুখোমুখি অবস্থানে। ‘মাস্টার’ এ বিজয় থালাপতি কলেজের অধ্যাপক। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর খুবই মধুর সম্পর্ক। অন্যদিকে এ শিক্ষার্থীদেরকে নিয়েই অপরাধ কর্মকাণ্ড চালায় বিজয় সেতুপতি। সিনেমাটি বানিয়েছেন লোকেশ কনগরাজ। হিন্দি রিমেকে অভিনয় করবেন সালমান খান। অন্য চরিত্রটি কে করবে, সেটা এখনো জানা যায়নি।
বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত তেলুগু সিনেমা ‘ডিয়ার কমরেড’। বানিয়েছেন ভরত কাম্মা। রগচটা বামপন্থী যুবক বিজয় নারী ক্রিকেটার রাশমিকার প্রেমে পড়ে। রোমান্টিক ঘরানার এ সিনেমার স্বত্ব কিনেছেন করণ জোহর। বিজয় দেবারাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হয়েছিল হিন্দি ‘ডিয়ার কমরেড’ এ অভিনয়ের জন্য। কিন্তু তিনি রাজি হননি। সিনেমাটির জন্য অভিনয়শিল্পী খুঁজছেন করণ জোহর।
কাইথি এক দাগি আসামি। অনেকদিন পালিয়ে থাকার পর মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে কাইথি। কিন্তু মেয়েকে এক নজর দেখার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ‘কাইথি’ সিনেমাটি অ্যাকশন থ্রিলার ঘরানার। বানিয়েছেন লোকেশ কানাগারাজ। মূল চরিত্রে আছেন কার্থি। হিন্দি ‘কাইথি’তে থাকবেন অজয় দেবগন ও ক্যাটরিনা কাইফ। একই নামে রিমেক হচ্ছে সিনেমাটি।
তামিল সিনেমা ‘থাডাম’। বানিয়েছেন মাগিজ থিরুমানি। মূল চরিত্রে আছেন তামিল নায়ক অরুণ বিজয়। সিনেমার গল্পে দেখা যায়, খুন হয় এক তরুণ। কিন্তু কে খুনি, কোনোভাবে খুঁজে বের করতে পারছে না পুলিশ। একজনকে পাওয়া যায়, যাকে সন্দেহের তালিকায় রেখে চলে তদন্ত। কিন্তু একপর্যায়ে জানা যায়, সেও খুনি নয়। তাহলে কে খুনি? এ রহস্য জিইয়ে রাখা হয়েছে সিনেমার শেষ পর্যন্ত। হিন্দি ‘থাডাম’ এ নায়ক হওয়ার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার। পরবর্তীতে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আদিত্য রায় কাপুর।
রোমান্টিক ঘরানার তেলুগু সিনেমা ‘আরএক্স ১০০’। বানিয়েছেন অজয় ভুপাথি। অভিনয় করেছেন কার্তিকেয়া গুমাকোন্ডা ও পায়েল রাজপুত। বলিউডে সিনেমাটি রিমেক হবে ‘তাড়াপ’ নামে। সুনীল শেঠির ছেলে আহান শেঠি ও তারা সুতারিয়াকে দেখা যাবে কেন্দ্রীয় চরিতে। বানাবেন মিলান লুথারিয়া। এ বছরের ২৪ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে।
তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’র মূল চরিত্রে আছেন নয়নতারা। তাঁর চরিত্রের নাম কোকিলা। ধনী হওয়ার খুব ইচ্ছা কোকিলার। এ উদ্দেশ্যে সে যোগ দেয় মাদক পাচারকারীদের সঙ্গে। অপরাধে মোড়া ‘কোলামাভু কোকিলা’ খানিকটা কমেডি ঘরানার সিনেমা। বানিয়েছেন নেলসন দীলিপকুমার। হিন্দি রিমেকে নাম রাখা হয়েছে ‘গুড লাক জেরি’। জাহ্নবী কাপুরকে দেখা যাবে নয়নতারার জায়গায়। হিন্দি রিমেক বানাবেন সিদ্ধার্থ সেনগুপ্ত।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।
১ ঘণ্টা আগেলেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী, নাট্য পরিচালক—এক আফজাল হোসেন পরিচিত নানা পরিচয়ে। তবে সবকিছু ছাপিয়ে তাঁর অভিনয়শিল্পী পরিচয়। মঞ্চ, টেলিভিশন, সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’, ‘পেটকাটা ষ’ ও ‘বোধ’ সিরিজে।
৮ ঘণ্টা আগেযেকোনো আন্দোলনের সময় প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে গান। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও শিল্পীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ৩০টির বেশি নতুন গান প্রকাশিত হয় ছাত্রদের এ আন্দোলনকে ঘিরে।
৮ ঘণ্টা আগেপারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
৮ ঘণ্টা আগে