Ajker Patrika

বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে স্থানীয়দের সঙ্গে সরকারের সমন্বয় অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২: ৪১
বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে স্থানীয়দের সঙ্গে সরকারের সমন্বয় অপরিহার্য

শহরের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে স্থানীয়দের সঙ্গে সরকারের সমন্বয় অপরিহার্য। পাশাপাশি বর্জ্য পৃথক্‌করণ সম্পর্কে সচেতনতা বাড়ানোও গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার রাজধানীর রায়েরবাজার উচ্চবিদ্যালয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘শিশুদের জন্য প্রজেক্টের ঢাকা জোনের শিফট ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

এবারের ক্যাম্পেইনের প্রতিপাদ্য হলো—‘রায়েরবাজার রিইমাজিন্ডঃ ফ্রম ওয়েস্ট টু ওয়েলনেস।’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্থানীয় যুবসমাজ, পরিবেশ বিশেষজ্ঞ, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সেভ  দ্য চিলড্রেন বাংলাদেশ ও মানবিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা। 

এদিন সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। এরপর অনুষ্ঠানের মূল বিষয়বস্তুর আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন সেভ  দ্য চিলড্রেন বাংলাদেশের শিশুদের জন্য প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর এম ওমর ফারুক। সভায় বেসরকারি সংস্থা এসএনভির সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাডভাইজার সৈয়দ মঞ্জুরুল হক বলেন, ‘রায়েরবাজারের মতো শহুরে এলাকাগুলো বিশাল বর্জ্য নিষ্পত্তি সমস্যার মুখোমুখি। এই সমস্যা সমাধানে স্থানীয় কমিউনিটি ও সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় সরকারের সমন্বয় জরুরি।’ তিনি বর্জ্য পৃথককরণের প্রতি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। 

ওয়েস্ট বিডির সহপ্রতিষ্ঠাতা ও সিইও এবং সার্কুলার ইকোনমি উপদেষ্টা মাহবুল ইসলাম বর্জ্য পুনর্ব্যবহারের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘পুনর্ব্যবহার বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনাময়, তবে আমাদের দেশের অবকাঠামো এখনো অপর্যাপ্ত। এই খাতে সফলতা পেতে পাবলিক-প্রাইভেট সহযোগিতা এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।’

ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক শামিমা আখতার বর্জ্য ব্যবস্থাপনায় লিঙ্গবৈষম্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। লিঙ্গবৈষম্য দূর করে টেকসই উন্নয়নে সমান অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।’ অনুষ্ঠানটি ‘শিফট’ সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। 

সমাপনী বক্তব্যে রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক যুবসমাজের নেতৃত্বের প্রশংসা করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের জন্য তাদের অব্যাহত পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেন। আয়োজনের শেষ ভাগে এবারের শিফট ক্যাম্পেইনের লোগো ও মাসকাট উন্মোচন করা হয়। পরে শিফট সদস্য, শিক্ষার্থী ও বিশেষ অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত