Ajker Patrika

চট্টগ্রামসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২: ৩৫
চট্টগ্রামসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের শঙ্কা 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ শনিবার (৫ অক্টোবর) ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ময়মনসিংহ বিভাগের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পানি নেমে যাওয়ার কথা গতকাল জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দুই দিন বৃষ্টি চলবে। আগামীকাল রোববার থেকে বৃষ্টির প্রবণতা একটু কমতে পারে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সারা দিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে—২১১ মিলিমিটার। ময়মনসিংহে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ মিলিমিটার, নেত্রকোনায় ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টি হচ্ছে। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। রোববার থেকে বৃষ্টিপাতের

পরিমাণ কমবে। এই মাসের মাঝামাঝি মৌসুমি বায়ু বিদায় নেবে। তাই আগামী কয়েক দিন কমবেশি বৃষ্টি থাকবে। তিনি আরও বলেন, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি এক দিনের মধ্যেই স্থলে উঠে আসবে। নিম্নচাপে পরিণত হবে না। এ জন্য বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে আগামী দুই দিন।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ময়মনসিংহ বিভাগের ভোগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর পানি বাড়ছে। ভোগাই নদ শেরপুর জেলার নাকুয়াগাঁও পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই নদ-নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এর জেরে ভোগাই-কংস নদীসংলগ্ন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং জিঞ্জিরাম নদীসংলগ্ন জামালপুর জেলার আরও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বৃষ্টির প্রভাব কমলে নদীগুলোর পানিও কমতে পারে বলে জানান তিনি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের সারী, গোয়াইন, যাদুকাটা ও মনু নদের পানি বাড়ছে। চট্টগ্রাম বিভাগের গোমতীর পানি বাড়ছে। তবে কমছে সাঙ্গু, মুহুরী, হালদা, ফেনী ও মাতামুহুরী নদীর পানি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জোয়ার হতে পারে। উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত ঢাকা জেলা এবং এর আশপাশের নদীর পানি বাড়তে পারে। আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত