পবা ও মোহনপুর প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
পবার ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে মোট ৬৭টি কেন্দ্রে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর মোহনপুরের ৫৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৬টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। অর্থাৎ দুই উপজেলায় অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন হচ্ছে পবার দর্শনপাড়া, হুজুরীপাড়া, দামকুড়া, হরিপুর, হড়গ্রাম, পারিলা ও বড়গাছী ইউনিয়ন পরিষদে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২১২। চেয়ারম্যান পদে প্রার্থী ২৬ জন। এর মধ্যে ২০ জন স্বতন্ত্রপ্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬টি ও সাধারণ সদস্য পদে ২৪০ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। এর মধ্যে হরিপুর ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হবে না। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে কামরুল হাসান রাজ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বাবলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে রমজান আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে মাইনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আম্মাতুন নেশা। দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে মোট ৯টি ভোটকেন্দ্র রয়েছে। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
পারিলা ইউনিয়ন পরিষদে ৪ জন চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোসা. ফাহিমা বেগম, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সাইফুল বারী ভুলু, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে সাঈদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে রাজু হোসেন। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. শাহাদাৎ হোসাইন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আফজাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মুঞ্জুর মোর্শেদ। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে দেওয়ান মো. রেজাউল করিম ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে গোলাম মোস্তফা। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে অ্যাডভোকেট মো. আবু আসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে ফজলুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মো. ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. তাজুল ইসলাম। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ সাহাজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে তরিকুল ইসলাম চুন্নু, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. রেজাউল করিম সরকার। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হরিপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক জানান, পবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিবেচনায় সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এ ছাড়া ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আজ রোববার মোহনপুর উপজেলার ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটী, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রতিটি ইউনিয়নে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। ছয় ইউনিয়ন পরিষদে মোট ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে উপজেলা নির্বাচন অফিস।
ধুরইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএনপি সমর্থক বর্তমান চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন। ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আজাহারুল ইসলাম বাবলু, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন বকুল ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তাজরুল ইসলাম দেওয়ান। রায়ঘাটী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুরঞ্জিত কুমার সরকার এবং বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী। মৌগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, বিএনপি সমর্থক আবুল হোসেন খান ও জাতীয় পার্টির ডা. হারেস আলী। বাকশিমইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আল মোমিন শাহ গাবরু। জাহানাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হজরত আলী। এ ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমাজ উাদ্দন, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এস এম মতিউর রহমান ও জাতীয় পার্টির সমর্থক দেলোয়ার হোসেন।
জানতে চাইলে মোহনপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ৫৮ জন প্রিসাইডিং অফিসার, ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৩৫৩ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোট কেন্দ্রগুলোতে ভোটারেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন স্থানে বিজিবি টহলে থাকবে।
এ ছাড়া ২৭ নভেম্বর মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ ইঞ্জিনচালিত যানবাহনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
পবার ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে মোট ৬৭টি কেন্দ্রে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর মোহনপুরের ৫৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৬টি এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। অর্থাৎ দুই উপজেলায় অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন হচ্ছে পবার দর্শনপাড়া, হুজুরীপাড়া, দামকুড়া, হরিপুর, হড়গ্রাম, পারিলা ও বড়গাছী ইউনিয়ন পরিষদে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২১২। চেয়ারম্যান পদে প্রার্থী ২৬ জন। এর মধ্যে ২০ জন স্বতন্ত্রপ্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬টি ও সাধারণ সদস্য পদে ২৪০ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। এর মধ্যে হরিপুর ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হবে না। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে কামরুল হাসান রাজ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে বাবলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে রমজান আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে মাইনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আম্মাতুন নেশা। দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে মোট ৯টি ভোটকেন্দ্র রয়েছে। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
পারিলা ইউনিয়ন পরিষদে ৪ জন চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোসা. ফাহিমা বেগম, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সাইফুল বারী ভুলু, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে সাঈদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে রাজু হোসেন। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. শাহাদাৎ হোসাইন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সোহেল রানা, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আফজাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মুঞ্জুর মোর্শেদ। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে দুজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে দেওয়ান মো. রেজাউল করিম ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে গোলাম মোস্তফা। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে অ্যাডভোকেট মো. আবু আসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকে ফজলুর রহমান, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মো. ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. তাজুল ইসলাম। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন লড়ছেন। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ সাহাজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে তরিকুল ইসলাম চুন্নু, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মো. রেজাউল করিম সরকার। এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হরিপুর ইউনিয়ন পরিষদে সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক জানান, পবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিবেচনায় সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এ ছাড়া ১৩টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
আজ রোববার মোহনপুর উপজেলার ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটী, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রতিটি ইউনিয়নে রয়েছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। ছয় ইউনিয়ন পরিষদে মোট ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে উপজেলা নির্বাচন অফিস।
ধুরইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিএনপি সমর্থক বর্তমান চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন। ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আজাহারুল ইসলাম বাবলু, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন বকুল ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তাজরুল ইসলাম দেওয়ান। রায়ঘাটী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুরঞ্জিত কুমার সরকার এবং বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী। মৌগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, বিএনপি সমর্থক আবুল হোসেন খান ও জাতীয় পার্টির ডা. হারেস আলী। বাকশিমইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আল মোমিন শাহ গাবরু। জাহানাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হজরত আলী। এ ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমাজ উাদ্দন, বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এস এম মতিউর রহমান ও জাতীয় পার্টির সমর্থক দেলোয়ার হোসেন।
জানতে চাইলে মোহনপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ৫৮ জন প্রিসাইডিং অফিসার, ৭০৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৩৫৩ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোট কেন্দ্রগুলোতে ভোটারেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন স্থানে বিজিবি টহলে থাকবে।
এ ছাড়া ২৭ নভেম্বর মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ ইঞ্জিনচালিত যানবাহনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪