নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্ট সারা দেশকে এমনই নাড়া দিয়ে গেছে যে, তাঁদের বরণ করে নিতে দ্রুতই প্রস্তুত করা হচ্ছে ছাদ খোলা দোতলা বাস। মেয়েরা যেন ঠিকঠাক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবনে পৌঁছাতে পারেন, বাসে একজন নয়, রাখা হচ্ছে দুজন চালক। তড়িঘড়ি করে বাসে যুক্ত করা হয়েছে রেলিং, দেওয়া হয়েছে নতুন করে রং। শিরোপাজয়ীদের অভ্যর্থনা বলে কথা।
গত পরশু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ফুটবলকে এক ঝটকায় জাগিয়ে তুলেছেন দেশের নারী ফুটবলাররা। সাফ শিরোপাজয়ী বাংলাদেশ দলের সদস্যদের আজ বেলা ২টায় দেশে ফেরার কথা। তাঁদের বরণ করে নিতে সম্ভাব্য সব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দরে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল। সেখানে থেকে ছাদ খোলা বাসে চড়ে ঢাকার রাস্তা ঘুরে বিকেলে বাফুফে ভবনে পৌঁছাবেন সাবিনারা। সেখানে তাঁদের স্বাগত জানাবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শিরোপাজয়ী মেয়েদের অভ্যর্থনা জানাতে এক রাতের মধ্য থিম সংও তৈরি করা হচ্ছে বলে জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
মেয়েদের শিরোপা উৎসবের ঢেউ লেগেছে বাফুফে ভবনে। মতিঝিলের ফুটবল ফেডারেশনের অফিসে যেন বিয়ে বাড়ির উৎসব। চারতলা ভবনের সামনের মাঠে বসেছে প্যান্ডেল। বাফুফে ভবনে সবার মাঝে অন্যরকম আনন্দের ছটা। ২০১০ এসএ গেমসে সোনাজয়ের পর বাংলাদেশের ফুটবলের আরেক আনন্দের ক্ষণে সবার মুখেই হাসি। শুধু বাফুফে নয়, হাসিটা ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। দেশের ফুটবল সম্পর্কে খুব বেশি খোঁজ না রাখা মানুষও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন নারী ফুটবলের বন্দনায়। সবার মুখে সানজিদার সেই স্ট্যাটাসের প্রশংসা।
দেশের ফুটবলকে অনেক দিন পর সাফল্য এনে দেওয়ায় উৎসবের রেশ নারী ফুটবলারদের মাঝেও। শিরোপা জেতানোর পর রাতে টিম হোটেলে নেচে গেয়ে জয় উৎসব করেছেন মারিয়া মান্দারা। কেক কেটেছেন। ঘুমিয়েছেন অনেক রাতে। কড়া হেডমাস্টার গোলাম রব্বানী ছোটন এক রাতের জন্য ভুলে ছিলেন সব শাসন। রাত ১২টায় শিষ্যদের সঙ্গে করেছেন জয়োল্লাস।
গতকাল সকালে ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানে মারিয়া মান্দাকে দেখা গেল সতীর্থদের নিয়ে ফেসবুক লাইভে এসে নাচতে। সকালটা নিজেদের মতো করে কাটিয়ে ফুটবলাররা বের হয়েছিলেন কাঠমান্ডু শহর দেখতে। এক ফাঁকে স্বজনদের সঙ্গে ফোনে ভাগাভাগি করেছেন শিরোপা জয়ের আনন্দ। প্রিয় মানুষদের কাছ থেকে একের পর এক অভিনন্দনের পাশাপাশি ভক্তদের কাছ থেকেও অনেক শুভেচ্ছা পাচ্ছেন নারী ফুটবলাররা।
অসাধারণ এক সাফল্যে এসেছে, এবার নিজেদের আরেক ধাপে নিয়ে যেতে নতুন করে মাঠে নেমে পড়তে হবে সাবিনা-সানজিদাদের।
সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্ট সারা দেশকে এমনই নাড়া দিয়ে গেছে যে, তাঁদের বরণ করে নিতে দ্রুতই প্রস্তুত করা হচ্ছে ছাদ খোলা দোতলা বাস। মেয়েরা যেন ঠিকঠাক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবনে পৌঁছাতে পারেন, বাসে একজন নয়, রাখা হচ্ছে দুজন চালক। তড়িঘড়ি করে বাসে যুক্ত করা হয়েছে রেলিং, দেওয়া হয়েছে নতুন করে রং। শিরোপাজয়ীদের অভ্যর্থনা বলে কথা।
গত পরশু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ফুটবলকে এক ঝটকায় জাগিয়ে তুলেছেন দেশের নারী ফুটবলাররা। সাফ শিরোপাজয়ী বাংলাদেশ দলের সদস্যদের আজ বেলা ২টায় দেশে ফেরার কথা। তাঁদের বরণ করে নিতে সম্ভাব্য সব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দরে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল। সেখানে থেকে ছাদ খোলা বাসে চড়ে ঢাকার রাস্তা ঘুরে বিকেলে বাফুফে ভবনে পৌঁছাবেন সাবিনারা। সেখানে তাঁদের স্বাগত জানাবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শিরোপাজয়ী মেয়েদের অভ্যর্থনা জানাতে এক রাতের মধ্য থিম সংও তৈরি করা হচ্ছে বলে জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
মেয়েদের শিরোপা উৎসবের ঢেউ লেগেছে বাফুফে ভবনে। মতিঝিলের ফুটবল ফেডারেশনের অফিসে যেন বিয়ে বাড়ির উৎসব। চারতলা ভবনের সামনের মাঠে বসেছে প্যান্ডেল। বাফুফে ভবনে সবার মাঝে অন্যরকম আনন্দের ছটা। ২০১০ এসএ গেমসে সোনাজয়ের পর বাংলাদেশের ফুটবলের আরেক আনন্দের ক্ষণে সবার মুখেই হাসি। শুধু বাফুফে নয়, হাসিটা ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। দেশের ফুটবল সম্পর্কে খুব বেশি খোঁজ না রাখা মানুষও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন নারী ফুটবলের বন্দনায়। সবার মুখে সানজিদার সেই স্ট্যাটাসের প্রশংসা।
দেশের ফুটবলকে অনেক দিন পর সাফল্য এনে দেওয়ায় উৎসবের রেশ নারী ফুটবলারদের মাঝেও। শিরোপা জেতানোর পর রাতে টিম হোটেলে নেচে গেয়ে জয় উৎসব করেছেন মারিয়া মান্দারা। কেক কেটেছেন। ঘুমিয়েছেন অনেক রাতে। কড়া হেডমাস্টার গোলাম রব্বানী ছোটন এক রাতের জন্য ভুলে ছিলেন সব শাসন। রাত ১২টায় শিষ্যদের সঙ্গে করেছেন জয়োল্লাস।
গতকাল সকালে ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানে মারিয়া মান্দাকে দেখা গেল সতীর্থদের নিয়ে ফেসবুক লাইভে এসে নাচতে। সকালটা নিজেদের মতো করে কাটিয়ে ফুটবলাররা বের হয়েছিলেন কাঠমান্ডু শহর দেখতে। এক ফাঁকে স্বজনদের সঙ্গে ফোনে ভাগাভাগি করেছেন শিরোপা জয়ের আনন্দ। প্রিয় মানুষদের কাছ থেকে একের পর এক অভিনন্দনের পাশাপাশি ভক্তদের কাছ থেকেও অনেক শুভেচ্ছা পাচ্ছেন নারী ফুটবলাররা।
অসাধারণ এক সাফল্যে এসেছে, এবার নিজেদের আরেক ধাপে নিয়ে যেতে নতুন করে মাঠে নেমে পড়তে হবে সাবিনা-সানজিদাদের।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪