চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি
‘নির্বাচনে প্রার্থী হয়েছি। সবার কাছে ভোট চাইছি। অথচ আমরা প্রার্থী হয়েও আমাদের মা-বোন ও স্ত্রী-মেয়েদের ভোট পাই না। তবে ভোট দেওয়ার জন্য তাদের জোরাজুরিও করি না।’ অকপটে কথাগুলো বললেন ফরিদগঞ্জ উপজেলার এক সদস্য প্রার্থী। ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউপির ৩ নম্বর ওয়ার্ডে তাঁর মত আরও অনেক সদস্য প্রার্থীের একই মন্তব্য।
গতকাল নির্বাচন চলাকালে সকাল ৯টার দিকে কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁরা ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এ সময় নারী ভোটার না থাকার কারণ জানতে চাইলে প্রায় অভিন্ন সুরে কথা বলেন প্রার্থীরা।
সদস্য প্রার্থী আহসান উল্লাহ (প্রতীক মোরগ) বলেন, ‘আমি প্রার্থী হয়েছি। অথচ আমার পরিবারের নারীরাও আমাকে ভোট দিবে না। আমার তাতে আক্ষেপও নেই। পিরের কথা ও প্রথা মানতে আমাদের এলাকার নারীরা বহু বছর ধরে ভোট দেয় না। আমরা চেষ্টা করলেও নারীরা তাতে সাড়া দেয় না।’
আরেক প্রার্থী মোরশেদ আলম পাটওয়ারী (প্রতীক আপেল) বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের মা-বোন-স্ত্রী-মেয়েরা ভোট দেয় না। জৈনপুরের পিরের নির্দেশ মানতেই তারা এমনটি করে আসছে। এই দুই প্রার্থীর সঙ্গে সুর মিলিয়ে তাদের বক্তব্যে সায় দিয়ে গেছেন অন্য ৩ প্রার্থী।’
তবে ১,২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সুমাইয়া আক্তার সাথী (প্রতীক বই) বলেন, ‘আমি যেহেতু প্রার্থী হয়েছি তাই নিজের ভোট দিব। তবে অন্য মহিলাদের কেন্দ্রে আনার চেষ্টা করি নাই। কারণ, এই প্রথা দীর্ঘদিনের।’
সকাল ৯টায় কাওনিয়া শহীদ হাবিব উল্লা উচ্চ বিদ্যালয়ের নারী বুথে (৫ নং বুথ) যেয়ে দেখা যায়, কোনো ভোটার উপস্থিতি নেই। বুথের দায়িত্বে নিয়োজিত সহকারী প্রিসাইডিং অফিসার আ. জব্বার বলেন, তখন পর্যন্ত কোনো নারী ভোটার ভোট দিতে আসেননি।
স্থানীয় বাসিন্দা লিটন পাটওয়ারী (৪৫) বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী লায়ন হারুনুর রশিদের পরিবারের প্রায় ২০ জন নারী ভোট দিয়েছিলেন। এটি এখন পর্যন্ত এই এলাকায় একযোগে সবচেয়ে বেশি নারীর ভোট দেওয়ার ঘটনা।
‘নির্বাচনে প্রার্থী হয়েছি। সবার কাছে ভোট চাইছি। অথচ আমরা প্রার্থী হয়েও আমাদের মা-বোন ও স্ত্রী-মেয়েদের ভোট পাই না। তবে ভোট দেওয়ার জন্য তাদের জোরাজুরিও করি না।’ অকপটে কথাগুলো বললেন ফরিদগঞ্জ উপজেলার এক সদস্য প্রার্থী। ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউপির ৩ নম্বর ওয়ার্ডে তাঁর মত আরও অনেক সদস্য প্রার্থীের একই মন্তব্য।
গতকাল নির্বাচন চলাকালে সকাল ৯টার দিকে কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁরা ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এ সময় নারী ভোটার না থাকার কারণ জানতে চাইলে প্রায় অভিন্ন সুরে কথা বলেন প্রার্থীরা।
সদস্য প্রার্থী আহসান উল্লাহ (প্রতীক মোরগ) বলেন, ‘আমি প্রার্থী হয়েছি। অথচ আমার পরিবারের নারীরাও আমাকে ভোট দিবে না। আমার তাতে আক্ষেপও নেই। পিরের কথা ও প্রথা মানতে আমাদের এলাকার নারীরা বহু বছর ধরে ভোট দেয় না। আমরা চেষ্টা করলেও নারীরা তাতে সাড়া দেয় না।’
আরেক প্রার্থী মোরশেদ আলম পাটওয়ারী (প্রতীক আপেল) বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের মা-বোন-স্ত্রী-মেয়েরা ভোট দেয় না। জৈনপুরের পিরের নির্দেশ মানতেই তারা এমনটি করে আসছে। এই দুই প্রার্থীর সঙ্গে সুর মিলিয়ে তাদের বক্তব্যে সায় দিয়ে গেছেন অন্য ৩ প্রার্থী।’
তবে ১,২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সুমাইয়া আক্তার সাথী (প্রতীক বই) বলেন, ‘আমি যেহেতু প্রার্থী হয়েছি তাই নিজের ভোট দিব। তবে অন্য মহিলাদের কেন্দ্রে আনার চেষ্টা করি নাই। কারণ, এই প্রথা দীর্ঘদিনের।’
সকাল ৯টায় কাওনিয়া শহীদ হাবিব উল্লা উচ্চ বিদ্যালয়ের নারী বুথে (৫ নং বুথ) যেয়ে দেখা যায়, কোনো ভোটার উপস্থিতি নেই। বুথের দায়িত্বে নিয়োজিত সহকারী প্রিসাইডিং অফিসার আ. জব্বার বলেন, তখন পর্যন্ত কোনো নারী ভোটার ভোট দিতে আসেননি।
স্থানীয় বাসিন্দা লিটন পাটওয়ারী (৪৫) বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী লায়ন হারুনুর রশিদের পরিবারের প্রায় ২০ জন নারী ভোট দিয়েছিলেন। এটি এখন পর্যন্ত এই এলাকায় একযোগে সবচেয়ে বেশি নারীর ভোট দেওয়ার ঘটনা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে