নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতকাল হওয়ায় বাজারে সবজির সরবরাহ স্বাভাবিকভাবে ভালো। শীতে খাল-বিল, হাওর শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহে মোটামুটি ঘাটতি নেই। মাছ-সবজির দামও কমতির দিকে। ফলে অন্য বছরের মতো এ মৌসুমে ডালের চাহিদা কমার কথা। কিন্তু এ বছর তেমনটা হয়নি। রাজধানী ঢাকার পাইকারি ও খুচরা বাজারে সম্প্রতি সব ধরনের ডালের দাম বেড়েছে।
রাজধানীর পাইকারি ডালের সর্ববৃহৎ বাজার পুরান ঢাকার রহমতগঞ্জের মেসার্স এস আলম এন্টারপ্রাইজের মালিক আলী আজগর জানান, তিন দিনের ব্যবধানে তাঁদের বাজারে সব ধরনের ডালের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। তবে বাজারে বিক্রি অনেক কম।
আলী আজগরের দেওয়া তথ্য অনুযায়ী, আগে মোটা দানার মসুর ডালের দাম ছিল কেজি ৮২-৮৩ টাকা। গতকাল তা ৮৫-৮৬ টাকায় বিক্রি হয়েছে। ৮৯-৯০ টাকার মাঝারি মানের মসুর ডাল ৯২-৯৩ টাকা, ১১০-১১২ টাকার সরু দানার মসুর ডাল ১১২-১১৪ টাকায় বিক্রি হয়েছে। ৪২ টাকার অ্যাংকর ডাল ৪৮ টাকা, ৬৬-৬৮ টাকার বাছাই ছোলার ডাল বিক্রি হয়েছে ৭০-৭২ টাকায়।
তবে গতকাল রোববার রাজধানীর খুচরা বাজারে মোটা দানার মসুর ডাল কেজিতে ১০০-১১০ টাকা, মাঝারি মানের ১১৫-১২০ টাকা এবং সরু দানার ১২০-১২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া ছোলার বাছাই ডাল এবং অ্যাংকর ডাল বিক্রি হয়েছে যথাক্রমে ৭৫-৭৮ টাকা এবং ৫২-৫৪ টাকা কেজি।
রাজধানীর পূর্ব রামপুরা বাজারের খুচরা ডাল ব্যবসায়ী আরমান আলী জানান, গত সপ্তাহের পর তাঁর দোকানে কোনো ডাল আনা হয়নি। দাম চড়া হওয়ায় এমনটি হয়েছে। পণ্যটির দাম এক মাস ধরেই চড়া বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে রহমতগঞ্জের ডালের মিলমালিক ওমর আলী চুন্নু বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডালের দাম বেশি। ডলারের বিপরীতে টাকার দাম কমায় জাহাজভাড়াসহ সব ধরনের পরিবহন ভাড়া বেড়েছে। এসব কারণে বাজারে ডালের দাম বাড়তি।’
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে মসুর ডালের চাহিদা রয়েছে ৫ লাখ টন। শুধু রমজান মাসে চাহিদা থাকে ৮০ হাজার টন। গত জুলাই-মার্চ ডাল আমদানি হয়েছে ১ লাখ ৮৩ হাজার টন। দেশে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার টন।
শীতকাল হওয়ায় বাজারে সবজির সরবরাহ স্বাভাবিকভাবে ভালো। শীতে খাল-বিল, হাওর শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহে মোটামুটি ঘাটতি নেই। মাছ-সবজির দামও কমতির দিকে। ফলে অন্য বছরের মতো এ মৌসুমে ডালের চাহিদা কমার কথা। কিন্তু এ বছর তেমনটা হয়নি। রাজধানী ঢাকার পাইকারি ও খুচরা বাজারে সম্প্রতি সব ধরনের ডালের দাম বেড়েছে।
রাজধানীর পাইকারি ডালের সর্ববৃহৎ বাজার পুরান ঢাকার রহমতগঞ্জের মেসার্স এস আলম এন্টারপ্রাইজের মালিক আলী আজগর জানান, তিন দিনের ব্যবধানে তাঁদের বাজারে সব ধরনের ডালের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। তবে বাজারে বিক্রি অনেক কম।
আলী আজগরের দেওয়া তথ্য অনুযায়ী, আগে মোটা দানার মসুর ডালের দাম ছিল কেজি ৮২-৮৩ টাকা। গতকাল তা ৮৫-৮৬ টাকায় বিক্রি হয়েছে। ৮৯-৯০ টাকার মাঝারি মানের মসুর ডাল ৯২-৯৩ টাকা, ১১০-১১২ টাকার সরু দানার মসুর ডাল ১১২-১১৪ টাকায় বিক্রি হয়েছে। ৪২ টাকার অ্যাংকর ডাল ৪৮ টাকা, ৬৬-৬৮ টাকার বাছাই ছোলার ডাল বিক্রি হয়েছে ৭০-৭২ টাকায়।
তবে গতকাল রোববার রাজধানীর খুচরা বাজারে মোটা দানার মসুর ডাল কেজিতে ১০০-১১০ টাকা, মাঝারি মানের ১১৫-১২০ টাকা এবং সরু দানার ১২০-১২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া ছোলার বাছাই ডাল এবং অ্যাংকর ডাল বিক্রি হয়েছে যথাক্রমে ৭৫-৭৮ টাকা এবং ৫২-৫৪ টাকা কেজি।
রাজধানীর পূর্ব রামপুরা বাজারের খুচরা ডাল ব্যবসায়ী আরমান আলী জানান, গত সপ্তাহের পর তাঁর দোকানে কোনো ডাল আনা হয়নি। দাম চড়া হওয়ায় এমনটি হয়েছে। পণ্যটির দাম এক মাস ধরেই চড়া বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে রহমতগঞ্জের ডালের মিলমালিক ওমর আলী চুন্নু বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডালের দাম বেশি। ডলারের বিপরীতে টাকার দাম কমায় জাহাজভাড়াসহ সব ধরনের পরিবহন ভাড়া বেড়েছে। এসব কারণে বাজারে ডালের দাম বাড়তি।’
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে মসুর ডালের চাহিদা রয়েছে ৫ লাখ টন। শুধু রমজান মাসে চাহিদা থাকে ৮০ হাজার টন। গত জুলাই-মার্চ ডাল আমদানি হয়েছে ১ লাখ ৮৩ হাজার টন। দেশে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার টন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে